শেষ দিনের ১০ ঘণ্টায় ট্রেনের সাড়ে ৭২ হাজার আসনের টিকিট বিক্রি
মোজো ডেস্ক 05:59AM, Mar 21, 2025
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রির শেষ দিনের ১০ ঘণ্টায় সারা দেশে প্রায় সাড়ে ৭২ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র। বৃহস্পতিবার বিক্রি হয়েছে আগামী ৩০ মার্চের টিকিট।
তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। আর দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট। সকাল আটটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোর ২৮ হাজার ৭৬৮টি আসনের টিকেট বিক্রি হয়। এছাড়া সারাদেশে ৪৩ হাজার ৬৫৮টি আসনের টিকেট বিক্রি হয়েছে। সব মিলে মোট আসনের টিকিট বিক্রি হয়েছে ৭২ হাজার ৪২৬টি।
আরও জানা গেছে, ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনের মোট আসন ৩২ হাজার ১১৫টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।