২০২৬ বিশ্বকাপে আয়োজক হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এর বাইরে, প্রথম এশিয়ান দেশ হিসেবে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার টিকিট কাটল জাপান। আজ (বৃহস্পতিবার) এএফসি প্রিলিমিনারির লড়াইয়ে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে সামুরাই ব্লু।
এশিয়ান বাছাইপর্বের গ্রুপ ‘সি’তে জাপান আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। যদিও এদিন তারা বাহরাইনের বিপক্ষে প্রথমার্ধে সেভাবে ছন্দময় ছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচের ডেডলক ভাঙেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলা ফরোয়ার্ড দাইসি কামাদা। ৬৬ মিনিটে তার গোলে জাপান ম্যাচে লিড নেয়। ৮৭তম মিনিটে রিয়াল সোসিয়েদাদের তারকা তাকেফুসা কুবো আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।
এই জয়ে তিন ম্যাচ বাকি থাকতেই এশিয়ান অঞ্চল এবং সারাবিশ্ব থেকে সবার আগে জাপান বিশ্বকাপ নিশ্চিত করল। তাদের সঙ্গে এএফসি বাছাইপর্বের শীর্ষ আরও ৭টি দল মেগা টুর্নামেন্টটির টিকিট কাটার সুযোগ রয়েছে। তৃতীয় রাউন্ডসহ এখন পর্যন্ত সাত ম্যাচের ৬টিতেই জিতেছে জাপান। বাকি একটি ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করেছিল ১-১ গোলে। সবমিলিয়ে তারা ২৪টি গোল করলেও, হজম করেছে মাত্র দুটি। ইতোমধ্যে জাপান মুখোমুখি হয়েছে চীন, বাহরাইন, সৌদি আরব ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর।
এসএস/এসএন