'আ.লীগের নাম, মার্কা ও আদর্শের কোনো রাজনীতি আর চলবে না' : এনসিপির আখতার

'ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শের কোনো রাজনীতি বাংলাদেশে আর চলবে না।' সম্প্রতি এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে এনসিপির সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, 'শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেয়া হবে না। আর পুনর্বাসিত হতে দেয়া হবে না।' আখতার বলেন, ‘কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয়নি। হাজারও মানুষের জীবন আর রাজপথ ভরা রক্তের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার এ দেশের মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। সাম্য ও মানবিক মর্যাদার জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্রের বদলে বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যুদ্ধ করেছিল, সে গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে ১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ।’

বাংলাদেশের মানুষ তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল উল্লেখ করে আখতার বলেন, ‘আমাদের ভাইয়েরা রাজপথে তাদের জীবন দিয়ে ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছিল। আমাদের চোখের সামনে আমাদের ভাইদের জীবন দিতে দেখেছি। তাদের রক্তের শপথ, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আর স্বনামে রাজনীতি করতে দেবো না। আর পুনর্বাসিত হতে দেয়া হবে না।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সাত মাসেও সরকার আওয়ামী লীগের বিচারের কোনো উদ্যোগ নিতে পারেনি। অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অবিলম্বে নিবন্ধন বাতিল করতে হবে, না করলে ছাত্র-জনতা আবার রাজপথে এসে নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে।’

আওয়ামী লীগে কোনো ভালো নেতৃত্ব নেই উল্লেখ করে আখতার বলেন, ‘কোনো ব্যক্তি বা শক্তি আওয়ামী লীগকে দাঁড়ানোর চেষ্টা করলে তার সর্বাত্মক প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শের কোনো রাজনীতি চলবে না, সে নিশ্চয়তা দিতে হবে। জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা থাকতে হবে।’

এসএম

Share this news on:

সর্বশেষ

img
মাদক পাচারের দায়ে বিএসএফের হাতে এক বাংলাদেশি গ্রেফতার Mar 23, 2025
img
‘হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না’ Mar 23, 2025
img
জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ Mar 23, 2025
img
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি ও সেক্রেটারির নামে মামলা Mar 23, 2025
img
ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি Mar 23, 2025
img
বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩ চোরাই গরু উদ্ধার Mar 23, 2025
img
স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত Mar 23, 2025
img
কক্সবাজারে সাবেক ৪ এমপিসহ আওয়ামী লীগের ৫২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা Mar 23, 2025
img
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Mar 23, 2025
img
ছয় মাসের মধ্যে নিষ্পত্তি হবে চার লাখ এনআইডি আবেদন Mar 23, 2025