স্কুল কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার চাতল বাগহাটা স্কুল অ‌্যান্ড কলেজের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা আশিক খাঁ (২৪) নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে ওই কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত আশিক খাঁ (২৪) মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
ঘটনার পর নিহতের লাশ নিয়ে এলাকাবাসী কটিয়াদী সদরে বিক্ষোভ মিছিল করে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে ওই লাশ থানায় নিয়ে হাজির হয় বিক্ষোভকারীরা।এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা বলছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা আশিকের মৃত্যু হয়।
জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news on: