কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজিবাজি জব্দ

কুমিল্লায় কর ফাঁকি দিয়ে আসা ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকবাজার পোস্ট বিজিবি সদস্যরা শুক্রবার ভোরে অভিযান চালায়।
অভিযানে জেলার সদর উপজেলার শ্রীপুরে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১ লাখ ৬৫ হাজার ২শ টি আতশবাজি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৩ লাখ ৪ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে জানিয়েছে বিজিবি।

এমআর/টিএ



Share this news on:

সর্বশেষ