আলমাদার গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

শারীরিক লড়াই এবং লাতিন ফুটবল যেন একে অপরের পরিপূরক! এমনই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যে। দারুণ একটি গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছেন তরুণ ফরোয়ার্ড থিয়েগো আলমাদা। যদিও ম্যাচজুড়ে স্লেজিং এবং হাতাহাতি ছিল চোখে পড়ার মতো, যার পরিণতিতে ইনজুরি সময়ে আর্জেন্টিনা একটি লাল কার্ড দেখেছে। তবে তারা প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরছে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ (শনিবার) ভোরে আর্জেন্টিনা খেলতে নামে উরুগুয়ের সেন্টেনারিও স্টেডিয়ামে। যেখানে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ ইনজুরির কারণে না থাকলেও আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ এবং নিকো গঞ্জালেসদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাদের মাঝে আলো ছড়ালেন ফরাসি লিগে খেলা আলমাদা। স্বাগতিক উরুগুয়ের দর্শকদের স্তব্ধ করে তার একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।


এসএস

Share this news on:

সর্বশেষ