‘বিনা পারিশ্রমিকে ক্যাম্পাস সাংবাদিকদের কাজ করানো যাবে না’

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করা বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদের নিয়োগের জন্য আলাদা নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন।

আজ শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন হস্তান্তর করা হয়। সেখানে এই সুপারিশ করা হয়েছে।

একইসঙ্গে তাদের বিনা পারিশ্রমিকে কাজ না করিয়ে ন্যূনতম একটি বেতন নির্ধারণের কথাও বলা হয়েছে। প্রতিবেদনে মোট ২১টি পয়েন্ট ও তার উপধারায় একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

এতে ক্যাম্পাস সাংবাদিকদের বিষয়ে বলা হয়েছে, ‘ক্যাম্পাস সাংবাদিকদের জন্য আলাদা একটি নিয়োগ বিধি এবং একটি ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে। অর্থাৎ বিনা পারিশ্রমিকে কাউকে কাজ করানো যাবে না।’

আরও সুপারিশ করা হয়েছে — কোনো গণমাধ্যম নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র ছাড়া এবং বিনা বেতনে কোনো সাংবাদিককে অস্থায়ী, স্থায়ী কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ করতে পারবে না। সাংবাদিকদের শিক্ষানবিশ চাকরির মেয়াদ এক বছরের অধিক হবে না। এক্ষেত্রে তাকে সম্মানজনক শিক্ষানবিশ ভাতা প্রদান করতে হবে।

এছাড়া, সারা দেশের সাংবাদিকদের স্থায়ী চাকরির শুরুতে একটি অভিন্ন ন্যূনতম বেতন নির্ধারণ করা প্রয়োজন বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে।

এসএম/এসএন

Share this news on: