আমরা ঝগড়া করে আ. লীগকে সবার সামনে নিয়ে আসছি : মান্না

দেশের কিছু দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার জন্য নিজে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কেউ কেউ, যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন, ঝগড়া করছি। তাদের সবার সামনে নিয়ে আসছি।

অথচ আওয়ামী লীগ সাত মাসে ৭ সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি। মানুষের সহানুভূতি পাওয়ার জন্য কোনো বক্তব্য দিতে পারেনি।’
শনিবার (২২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কি না, সে ব্যাপারে সমঝোতার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে।
ছাত্ররা বলছে, এ রকম সমঝোতা কারো কারো সঙ্গে নাকি হয়েছে। এ জন্য কোনো কোনো দল কথা বলেনি, এখনো বলছে না। সমঝোতা করেই যদি নির্বাচন হয়, তবে এগুলো করার দরকার কী। সংস্কার তো কোনো কাজই করবে না।

যে স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর লড়াই করে দেশ গণতন্ত্রের পথ এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না। এটা রাজনৈতিক প্রস্তাব। তবে সরকার ও সরকারপ্রধান জনগণকে আহ্বান জানাবেন, সিদ্ধান্ত জনগণই নেবে। দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচার হতে হবে।
 
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাড়ে সাত মাসে সাড়ে সাত সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি। নতুন কোনো রাজনৈতিক বয়ান দিতে পারেনি। মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, মানুষের সহানুভূতি পাবে, এমন কোনো বক্তব্য তারা দিতে পারেনি। এই রকম পরিস্থিতিতে রাজনীতি করে জনগণের সামনে এসে দাঁড়াতে পারবে, সে সম্ভাবনা দেখি না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর কাদের বলেন, ‘সংস্কারের নামে কিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, দেশকে চারটি প্রদেশে বিভক্ত করা, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ও সংসদের উচ্চকক্ষ সৃষ্টি, ৫০৫ আসনের আইনসভা ইত্যাদি প্রস্তাবনা নিয়ে অহেতুক সময় এবং সম্পদের অপব্যবহার করা হয়েছে।

সংস্কার কমিশনগুলো জাতির এই ক্রান্তিলগ্নে এখন সবচেয়ে বেশি যা প্রয়োজন, সেদিকে পূর্ণ মনোযোগ না দিয়ে সংস্কারের নামে কিছু অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রস্তাবের দিকে মনোযোগ দিয়েছে।’

মনজুর কাদের আরো বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্কার কমিশন প্রায় ৭৫০টি সুপারিশ উত্থাপন করেছে। পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশন এসব সুপারিশ পর্যালোচনা করে ১৬৬টি সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য উত্থাপন করে।

নাগরিক ঐক্য এ প্রস্তাবগুলোর প্রতি গভীর মনোযোগ দিয়ে মতামত প্রদান করেছে, যেখানে ১০৪টি সুপারিশের প্রতি একমত, ৫১টি সুপারিশের প্রতি অসম্মতি এবং ১১টি সুপারিশের প্রতি আংশিক সম্মতি জানানো হয়েছে। আমাদের মতে, ৯৩টি সংস্কার নির্বাচনের আগেই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব এবং ২২টি সংস্কার নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে কার্যকর করা উচিত।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দীপু, মোফাখখারুল ইসলাম নবাব প্রমুখ।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ Mar 23, 2025
img
ঈদযাত্রায় সড়কে চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা Mar 23, 2025
img
ভারতে ইলন মাস্কের এইআই চ্যাটবট ‘গ্রক’ এর তুলকালাম Mar 23, 2025
img
সাকিবের আক্ষেপ: ‘যোগাযোগ ভালো হলে আমি আরও খুশি হতাম’ Mar 23, 2025
img
জন আব্রাহাম ফিরিয়ে দিয়েছিলেন ‘হাউসফুল ৫’,অফার! Mar 23, 2025
img
সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার Mar 23, 2025
img
ক্যান্টনমেন্টে সেদিন কী ঘটেছিল, স্ট্যাটাসে জানালেন সারজিস Mar 23, 2025
img
অপহৃত আ. লীগ নেতা উদ্ধার, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ আটক ৫ Mar 23, 2025
img
তালেবান নেতা হাক্কানির জন্য এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের Mar 23, 2025
img
তামান্না বিজয়কে নিয়ে কেমন মন্তব্য রাশার? Mar 23, 2025