সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত

সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বরকত সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বরকত আলী গাজী ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসএম/এসএন

Share this news on: