ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অপহৃত ব্যবসায়ী নয়ন দাসকে (২৬) ঘটনার ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের অভিযানে অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ মার্চ নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারে ব্যবসা নিজ প্রতিষ্ঠানে আসেন রামু দাসের ছেলে নয়ন দাস। এ সময় তাকে একটি হায়েস গাড়ি করে অপহরণ করা হয়।
ওইদিন রাতেই ফোন করে নয়ন দাসের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ১৯ মার্চ থানায় মামলা করেন রামু দাস।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শনিবার রাতে নাসিরনগর থানা পুলিশের একটি দল প্রথমে যাত্রাবাড়ি থেকে নাজমুল হোসেন নিলয় (২৮), মো. সাব্বির হোসেন (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তিমতে আফসার মিয়া হৃদয়কে (৩০) কদমতলী থেকে গ্রেপ্তার ও অপহৃত নয়নকে উদ্ধার করে।
পরে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে মো. রুবেল মোল্লা (৩০) ও নাসিরনগর থেকে মিলন মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।