লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গতরাতে যাত্রীবাহী সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আইয়ুব আলী কালীগঞ্জে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি কাকিনা থেকে রংপুর যাওয়ার সময় রাত ৮টার দিকে ওই ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় পৌঁছলে বিপরীতমুখি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে গুরুতর আহত আইয়ুব আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনার পরপরই সিএনজির চালক পালিয়ে গেছেন। তবে সিএনজিটি জব্দ করা হয়েছে।