লক্ষ্মীপুরে থানার ভেতরে ২ শিক্ষার্থীর ওপর হামলা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারের ওপর হামলার ঘটনায় বিচার চাইতে এসে মারধরের শিকার হন ছাত্র প্রতিনিধি ইলমান ফারাবিসহ কয়েকজন।

শনিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে সদর মডেল থানার ভেতরে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকতসহ তার লোকজন ফারাবিদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। এতে দুইজন আহত হয়েছেন।

এর আগে পৌর শহরের বাইশমারা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহারকে মারধর করেন স্থানীয়রা। এ ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র প্রতিনিধি ফারাবিসহ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে তারা সদর মডেল থানায় বিচারের জন্য এসে জড়ো হন। থানার ভেতরেই তাদের সঙ্গে লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সৈকতসহ তার লোকজন তাদের মারধর করে। এতে ফারাবিসহ দুইজন আহত হন। এ ঘটনায় তারা বিচারের দাবিতে থানা গেইটে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। আহত অন্যজনের নাম জানা যায়নি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। তবে তারা কোনোভাবে শান্ত হচ্ছিল না। পরে ঘটনাটি নিয়ে ওসির কক্ষে বৈঠকে বসেন পুলিশ, যুবদল ও জামায়াতের সিনিয়র নেতারা।

অভিযুক্ত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সৈকত বলেন, রিকশা ভাড়া নিয়ে পলিটেকনিকের সামনে এক ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তারা পৌর ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিপ্লবকে দোষারোপ করেন। তাকে ধরে এনে মারধরের হুমকি দেন শিক্ষার্থীরা। ঘটনাটি জানতে থানায় আসলে তারা ক্ষুদ্ধ হয়ে তেড়ে আসে। এ সময় তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, পলিটেকনিকের সামনে ভাড়া নিয়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অটোচালক আটক আছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পরের হামলার ঘটনায় দলীয়ভাবে সমঝোতার আশ্বাস দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ অভিযোগ করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ভারতের অসহযোগিতায় কি ভোগান্তিতে বাংলাদেশ দল? Mar 23, 2025
img
ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নাসির উদ্দীনের Mar 23, 2025
img
ব্রাজিলের বিপক্ষে ক্লাসিকো নিয়ে যা বলছেন স্কালোনি-ডি পল Mar 23, 2025
হাসনাতের স্ট্যাটাসকে সীমা লঙ্ঘন আখ্যা দিয়ে যা বললেন জিল্লুর রহমান Mar 23, 2025
ভোক্তা অধিদপ্তরের অভিযান দেখেই দোকান রেখে পালালেন ব্যাবসায়ী Mar 23, 2025
img
‘টক্সিক’ সিনেমার জন্য ১৫ কোটি পারিশ্রমিক নিলেন কিয়ারা Mar 23, 2025
নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যা জানালেন ফারুকী Mar 23, 2025
রশি দিয়ে শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ করলো গার্মেন্টস শ্রমিকরা Mar 23, 2025
নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করা হচ্ছে যমুনা শপিংমলে Mar 23, 2025
চক বাজারের পন্য বিশ্বের নামীদামী বলে বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা Mar 23, 2025