‘টক্সিক’ সিনেমার জন্য ১৫ কোটি পারিশ্রমিক নিলেন কিয়ারা

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও দীপিকা পাড়ুকোন-এর পর এবার ১৫ কোটি পারিশ্রমিকের ক্লাবে পা রাখলেন বলিউডের কিয়ারা আদবানী। একের পর এক বড় প্রজেক্ট, ক্রমাগত জনপ্রিয়তার উত্থানের পর পারিশ্রমিকের দিক থেকেও নতুন রেকর্ড গড়লেন কিয়ারা।

‘টক্সিক’ সিনেমায় অভিনয়ের জন্য জন্য কিয়ারা নিচ্ছেন ১৫ কোটির পারিশ্রমিক।

গীতু মোহানদাস পরিচালিত বহুভাষিক কন্নড় সিনেমাটি তৈরি করছেন যশ ও কেভিএন প্রডাকশন। মুখ্য ভূমিকায় থাকবেন কিয়ারা আদবানী ও যশ। ২০২৫ সালের এপ্রিলে মুক্তির কথা থাকলেও সেটি কিছুটা পেছানো হয়েছে।

এই মুহূর্তে ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় আছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (৩০ কোটি), দীপিকা পাডুকোন (২০ কোটি)।

কিয়ারার আসন্ন বড় প্রজেক্টসগুলোর মধ্যে রয়েছে ‘ওয়ার ২’ ও ‘ডন ৩’

এসএম/টিএ

Share this news on: