দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়। এ নিয়ে সমর্থকরা যেমন উন্মাদনায় ভাসেন, তারচেয়েও প্রবল রোমাঞ্চে ভোগেন ফুটবলাররা। সেটাই যেন স্মরণ করিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আগামী ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আরেকটি ক্লাসিকো দেখার সুযোগ এনে দিয়েছে। যদিও দুই দলই ইনজুরিপ্রবণ, সঙ্গে রয়েছে হলুদ কার্ডের ফাঁড়া!
গতকাল আর্জেন্টিনা জাতীয় দল কার্যত দুটি ম্যাচ খেলেছে। স্কালোনির দল প্রথমে বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে মোকাবিলা করেছে আরেক লাতিন জায়ান্ট উরুগুয়ের। যেখানে থিয়েগো আলমাদার একমাত্র গোলে কষ্টার্জিত জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। একইদিন জাতীয় দল আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি চ্যারিটি ম্যাচ খেলেছে। যার অর্থ ব্যয় হবে বন্যাকবলিত বাহিয়া ব্লাঙ্কা শহরের দুর্গত মানুষের কল্যাণে। ওই ম্যাচ শেষে ব্রাজিলের বিপক্ষে আসন্ন ক্লাসিকো নিয়ে কোচ লিওনেল স্কালোনি গণমাধ্যমের মুখোমুখি হন।
বিশ্বকাপজয়ী এই কোচ প্রতিপক্ষ দলকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘ব্রাজিল মানেই ব্রাজিল। তাদের দারুণ সব ফুটবলার আছে, যারা বিশ্বের অন্যতম সেরা। আমরা জানি তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ, সবাই তাদের সমীহ করে। এখন আমাদেরও পুরো মনোযোগ আসন্ন ম্যাচটির দিকে। এই লড়াইটা ভিন্ন কিছু, তবে এর বেশি এই মুহূর্তে বলার নেই, অনেক বড় প্রতিদ্বন্দ্বী তারা।’
ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আসন্ন ক্লাসিকোয় সেলেসাওদের আতিথ্য দেবে আলবিলেস্তেরা। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এবারের বাছাইপর্ব শুরুর আগে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই বেশ কয়েকজন ফুটবলার ইনজুরির কারণে ছিটকে গেছেন। লিওনেল মেসি ও পাউলো দিবালার পর সেই দলে নাম লিখিয়েছেন লাউতারো মার্টিনেজও।
শঙ্কা ছিল ডি পলকে নিয়েও। তবে উরুগুয়ে ম্যাচে না খেলা এই মিডফিল্ডার আসন্ন ম্যাচে খেলা নিয়ে আশাবাদী, ‘সিদ্ধান্তটা আমার হাতে নেই, টেকনিক্যাল বডি ঠিক করবে। আসন্ন ম্যাচটি সবচেয়ে সুন্দর ম্যাচ, আগেও এমন ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। আশা করি বুধবারও খেলতে পারব।’
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ খেলা হচ্ছে না ৬ তারকার, শঙ্কায় আরেকজন
ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্লাসিকো বলেও মন্তব্য করেছেন ডি পল, ‘আর্জেন্টিনা-ব্রাজিল ক্লাসিকো সব দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। আশা করি আমরা তাদের (ব্রাজিল) সুখ কেড়ে নিতে পারব। প্রত্যেকেই এমন ম্যাচ দেখার অপেক্ষায় থাকে। বুধবার ভালো আরেকটি ম্যাচ হতে চলেছে, আমরা এই ম্যাচটি উপভোগ করতে চাই।’
চলমান বাছাইপর্বে মেসিকে মিস করছেন বলেও জানিয়েছেন ডি পল, ‘তাকে সবাই অনেক মিস করছে। আমরা দীর্ঘ সময় একসঙ্গে খেলে আসছি এবং তারচেয়েও বড় বিষয় তার সঙ্গে আমার দেখা হয় না অনেকদিন ধরে। দলে না থাকায় সে নিজেও বিস্মিত, তবে তার সেরে ওঠা বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ে আমরা তাকে শান্ত দেখতে চাই, তাকে দেখাতে চাই যে ক্যাপ্টেন না থাকলেও তার তরী সঠিক গন্তব্যে আছে।’
এমআর/টিএ