বিপদে বিএনপি-জামায়াতকে আমরা আশ্রয় দিয়েছি : জিএম কাদের


আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয়, এখানকার মানুষ শান্তিতে আছে। রংপুরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, বাড়িঘর দখল হচ্ছে না। সবাই শান্তিতে আছে কারণ আমরা এখানে ছিলাম। সমস্ত দলের লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম। বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

গতকাল রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন, আমরা জাতীয় পার্টি শান্তির রাজনীতি করি। আমরা মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা সহযোগিতার রাজনীতি করি, বন্ধুত্বের রাজনীতি করি। আমরা হিংসা-বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি করি না।

যেকোনো পরিস্থিতিতে পার্টির নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছে তিনি বলেন, আমাদেরকে দাবিয়ে রাখা হবে, সেটা কি আপনারা মেনে নিবেন? সেভাবেই প্রস্তুতি নেন। সারা দেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে কোনভাবেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। সেজন্য প্রোগ্রাম করবেন, সরাসরি মাঠে থাকবেন। যারাই বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করবেন। মানুষের মনে আমরা আছি এবং মানুষের মনে আমরা থাকব।

রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার যুগ্ম আহবায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম। সঞ্চালনা করেন রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদার রহমান মিলন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা রুহুল আমিন লিটন, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আনিছুর রহমান আনিস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ফারুক হোসেন মণ্ডল প্রমুখ।

আরএ

Share this news on: