দ্য রাইজ-এর আইকনিক গান ‘উ অন্তাভা’ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছিল। কিন্তু জানেন কি, এই গানের প্রথম পছন্দ ছিলেন না সামান্থা রুথ প্রভু? সম্প্রতি রবিনহুড সিনেমার প্রি-রিলিজ ইভেন্টে প্রযোজক রবি শঙ্কর এই চমকপ্রদ তথ্যটি ফাঁস করেছেন, যা সকলকে অবাক করেছে।
রবি শঙ্করের কথায়, "আমরা প্রথমে গানটির জন্য কেতিকা শর্মাকে অফার করেছিলাম। তার গ্ল্যামারাস স্ক্রিন প্রেজেন্স ও জনপ্রিয়তা তখন দ্রুত বেড়ে যাচ্ছিল।" কিন্তু কিছু অজানা কারণে কেতিকা শর্মা এই প্রজেক্টটি করতে পারেননি। এর পরেই সামান্থা রুথ প্রভুকে গানটির জন্য অফার করা হয়, এবং বাকিটা ইতিহাস।
‘উ অন্তাভা’ গানে সামান্থার পারফরম্যান্স এবং তার গ্ল্যামারাস উপস্থিতি তাৎক্ষণিকভাবে সকলের মনে এক নতুন আলোর সৃষ্টি করে। গানের মুক্তির পর তা এক আইকনিক হিটে পরিণত হয়, যা ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এই গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে, এবং সামান্থার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে চিহ্নিত হয়ে আছে।
এমআর