শেবাচিমে চিকিৎসকদের জন্য এক হাজার পিপিই
০৫:২২পিএম, ২৭ মার্চ ২০২০, শুক্রবার
করোনাভাইরাস থেকে হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালের জন্য ১ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। এসময় তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকদের জন্য ২ হাজার পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতোমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। পাশাপাশি আপদকালীন সময়ে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের জন্য দুটি মিনিবাস সার্ভিস চালু করা হয়েছে।
বিস্তারিত