পাকিস্তানে মদিনা সনদ চালুর ঘোষণা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে কোনো মূল্যে দেশকে মদিনার আদলে গড়ে তোলার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন দেশটির ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদেরি।

রোববার লাহোরে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ তথ্য জানান বলে জানিয়েছে জিও নিউজ।

পীর নুরুল হক কাদেরি বক্তৃতায় বলেন, প্রথমবারের মতো কোনো সরকার প্রধান পাকিস্তানে মদিনা সনদ চালুর কথা বলেছেন। পাকিস্তানে মদিনা সনদ চালু হবেই।

প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে দেয়া বক্তৃতায় কাশ্মীর ও খতমে নবুওয়ত ইস্যুটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তার এ বক্তৃতা খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের কিছু ষড়যন্ত্রকারী খতমে নবুওয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশের হিতাকাঙ্ক্ষী নয় বরং দেশের জন্য অমঙ্গলজনক।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: