রাজসাক্ষী মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত ট্রাইব্যুনালের: প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, রাজসাক্ষী পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার অপরাধ থেকে ক্ষমা পাবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া রাজসাক্ষী পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার জেরা শুরু হয়।

চৌধুরী মামুনকে জেরা করছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

একপর্যায়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, দোষ স্বীকার করলেই অপরাধ থেকে রেহাই পাওয়া যায় না।

পরে এ আইনজীবী সাংবাদিকদের আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছেন বা তারা কোনো হত্যার সাথে জড়িত এ কথা তো আমি বলিনি। আমার কথা হলো উনি (মামুন) দোষ স্বীকার করেছেন যে, তিনি হত্যার সাথে জড়িত। তিনি সব অপরাধের সাথে জড়িত সেটা স্বীকার করেছেন। যেহেতু তিনি স্বীকার করেছেন, সেহেতু তিনি অপরাধ থেকে নিষ্কৃতি পেতে পারেন না। আমার বক্তব্য হলো, আমার আসামিদ্বয় তারা কোনো অপরাধ করেননি, তারো কোনো হত্যার সাথে জড়িতও ছিলেন না এবং তারা কোনো নির্দেশও দেননি।

পাল্টা জবাব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, মামুন ক্ষমা পাবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।

মিজানুল ইসলাম বলেন, তিনি (মানুম) তার জবানবন্দিতে বলেছেন যে, ওই সময় তিনি কোনো ব্যবস্থা নেননি। আমার কারণে আমার অধীনস্থতা অপরাধ সংগঠিত করেছেন তার দায় আমার। দায় যখন তিনি স্বীকার করেছেন এই প্রশ্নটা অবান্তর। দায় স্বীকার করলে তাকে শাস্তি দেয়া যাবে কিনা, সেই ক্ষেত্রে আগে বলা হয়েছে, এখনো বলছি তাকে শাস্তি দেবেন কি দেবেন না, সেটা ট্রাইব্যুনাল ঠিক করবেন ।

তিনি আরও বলেন, এ মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহে শেষে হবে জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ।

স্টেট ডিফেন্সের আবেদনের বিষয়ে তিনি বলেন, যেহেতু আসামি পলাতক সেহেতু তাদের সাক্ষ্য দেয়ার সুযোগ নেই। এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষী ৮১ জন। সাবেক আইজিপিসহ এখন পর্যন্ত ৩৫ জনের সাক্ষ্য-জেরা সম্পন্ন হয়েছে।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

 কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img

বিপিএল ২০২৬

‘চাপে আছি, প্রচণ্ড চাপ’, চট্টগ্রামের মালিকানা বদল প্রসঙ্গে মিঠু Dec 25, 2025
img
জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলছে : গোলাম পরওয়ার Dec 25, 2025
img
তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারী Dec 25, 2025
img
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান Dec 25, 2025
img
লাঙ্গল প্রতীকের মনোনয়ন পাওয়ায় অনশনে জাতীয় পার্টির নেতা Dec 25, 2025
img
ঐক্যবদ্ধ হলে লক্ষ-কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব: তারেক রহমান Dec 25, 2025
img
সাব্বির ও নাসিরদের নিয়ে কোচের মন্তব্য Dec 25, 2025
img
মঞ্চে আমি, মন পড়ে আছে হাসপাতালে মায়ের কাছে : তারেক রহমান Dec 25, 2025
img
এভারকেয়ারের পথে তারেক রহমান Dec 25, 2025
img
সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার: তারেক রহমান Dec 25, 2025
img
মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় : তারেক রহমান Dec 25, 2025
img
তারেক রহমানকে অভিনেতা শাওনের খোলা চিঠি Dec 25, 2025
img
তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে সামনে এগিয়ে নিয়েছেন : মির্জা ফখরুল Dec 25, 2025
img
প্রকাশ হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা Dec 25, 2025
img
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ১২ জনের দলে রয়েছে ৪ পেসার Dec 25, 2025
img
তারেক রহমানের প্রাণীপ্রেম দেখে মানবিক আবদার নির্মাতা দীপনের Dec 25, 2025
img
দেশের মাটিতে পা রেখে জেবুর সঙ্গে জাইমা রহমানের খুনসুটি Dec 25, 2025
img
সংবর্ধনা মঞ্চে তারেক রহমান Dec 25, 2025
img
রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান Dec 25, 2025
img
ইউক্রেনের পাঁচ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলের দাবি রাশিয়ার Dec 25, 2025