রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘সালমান এফ রহমানকে ভারত কখনোই দেখতে পারেনি। কারণ তার মধ্যে প্রথম থেকেই একটা প্রো পাকিস্তান মনোভাব ছিল। তার বাবা পাকিস্তান জামানাতের মন্ত্রী ছিলেন। বিভিন্ন কারণে পাকিস্তান গোয়েন্দা সংস্থার সঙ্গে তার সম্পর্ক আছে এটাই ধরে নেওয়া হয়েছিল।
সেইদিক থেকে সালমান এফ রহমানের সঙ্গে যদি পাকিস্তানের ভালো সম্পর্ক থাকে, চীনের সঙ্গে ভালো সম্পর্ক তার থাকবে এবং আমেরিকার সঙ্গে তো থাকবেই। সেক্ষেত্রে শেখ হাসিনা একহাতে সালমানকে রেখে চীন, পাকিস্তান এবং আমেরিকাকে ঠিক রাখা, আর অন্যদিকে ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের মাধ্যমে ভারতকে ঠিক রাখার চেষ্টা করেছিলেন।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
গোলাম মাওলা বলেন, ‘শেখ হাসিনা যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, যাদের প্রতি নির্ভর করেছিলেন, তারা শেখ হাসিনার সামনে কিভাবে থাকতেন আমি তো নিজের চোখে কিছুটা দেখেছি কিন্তু বাইরে এসে অর্থাৎ গণভবনের বাইরে এসে তারা সবাই একেকজন রয়েল বেঙ্গল টাইগার।
সেই সময়টিতে যারা খুব কাছাকাছি ছিলেন তাদের মধ্যে তিনজন ব্যক্তি হলেন— মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক যিনি আইনমন্ত্রী ছিলেন এবং সালমান এফ রহমান। এই তিনজনকে এখন বলা হচ্ছে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন।’
তিনি বলেন, মোহাম্মদ এ আরাফাতের প্রধান পরিচয় তিনি জয়ের বন্ধু। আর সালমান এফ রহমানের সবচেয়ে বড় পরিচয় তিনি শেখ কামালের বন্ধু।
অন্যদিকে আনিসুল হক কি করে শেখ হাসিনার কাছাকাছি গেলেন আমার কাছে মিলে না এবং তিনি কেন এভাবে একটা সিন্ডিকেটের প্রধান হয়ে গেলেন কোনোটাই আমি মিলাতে পারি না। যাইহোক, যে তিনজন লোকের নাম বলা হচ্ছে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে যারা সরকারের মধ্যে থেকে সরকারকে ডুবিয়েছেন, আমি আসলে শেখ হাসিনার জামানাতেই সেই ২০১৪-১৫ সাল থেকেই কন্টিনিউয়াসলি এদের ব্যাপারে বলে আসছি। অবশ্য মোহাম্মদ এ আরাফাত সম্পর্কে আমি কখনো নেতিবাচক কোন কথা বলিনি। আমার কাছে মনে হয়নি যে সে একজন খুব ক্ষতিকর ব্যক্তি হতে পারে।’
গোলাম মাওলা রনি আরো বলেন, ‘শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে যাদের নাম ছিল, তারপর জ্বালানি কেলেঙ্কারি অর্থাৎ তেল কেনা, তেল বেচা, সিএনজি এলএনজি তেল-গ্যাস উত্তোলন এটা নিয়ে একটা বিরাট যে সিন্ডিকেট ছিল শেখ হাসিনার বিপদের দিন সেই সিন্ডিকেটের একটা পয়সাও কাজে আসেনি এবং তারা সবাই আজ তার জন্য বিপদ এবং আপদের কারণ।
এমআর/টিকে