গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

‘হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে’

গণঅধিকার পরিষদে সমাবেশে ৩০ দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সমাবেশের বক্তারা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের গুম খুন অবৈধ নির্বাচনের বৈধতা তো রাজনৈতিক দল ২৪-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশে এসব কথা বলেন নেতারা। তিন দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার হতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড। সেই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, স্বৈরাচার ক্ষমতা হারালেও প্রশাসনের ভেতর তার ‘আন্ডা বাচ্চারা’ রয়ে গেছে।

সোহেল বলেন, এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই। তাহলে নূরকে রক্তাক্ত করেছে কারা? আমরা বারবার বলেছি, প্রফেসর ইউনুস সাহেবকে, আপনার ইন্টারিম গভর্মেন্টর প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চা রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশি ক্ষেত্রেই হয় নাই। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে। এলোপ্যাথি চিকিৎসা হয় নাই।

সংহতি সমাবেশে তিনি আরও বলেন, এখানে আমরা যারা আছি, বিভিন্ন পলিটিকাল পার্টি করি। আমাদের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে, আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য। এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একই, সেটি হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা সবাই একটা জায়গায় এক, এক শরীর এক মন, এক রক্ত এক জায়গা। ফ্যাসিবাদ বাংলাদেশে আর আমরা হতে দেব না। ফ্যাসিস্টদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন সোহেল বলেন, একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন। আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই হামলা শুধু নুর বা গণঅধিকার পরিষদের উপর হামলা ছিল না বরং বাংলাদেশের গণতন্ত্র ও জুলাই বিপ্লবের উপর হামলা। এই হামলার মাধ্যমে ৫ আগস্ট যে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই ফ্যাসিবাদ ও তার দোসরদের ফিরিয়ে আনার নতুন ষড়যন্ত্র। আমাদের দুর্ভাগ্য এই হামলার সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা জড়িত রয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নুরের উপর হামলা করছে। ফ্যাসিবাদকে যারা শক্তি যুগিয়েছ সেই জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। দুই হাজার শহীদ ও ত্রিশ হাজার আহতদের ওয়াদা করছি আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামীতেও ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকন বলেন, ৫ আগস্ট বিপ্লব পরবর্তী ইন্ডিয়ার দোসরমুক্ত বাংলাদেশ গড়ব। ফ্যাসিস্ট আওয়ামী লীগমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে লিখিত চুক্তি করতে হবে, সেই চুক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছাতে হবে। ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা পুরা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন চলা অবস্থায় যারা হামলা করেছে, তারা কখনোই পুলিশ ও সেনাবাহিনীর সদস্য হতে পারে না বরং তারা ফ্যাসিবাদের দোসর। তারা ফ্যাসিবাদের দোসর না হলে নুরুল হক নুরসহ আমাদের উপর হামলা করতে পারত না। অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলব, যারা এই হামলায় জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় এর দায় এড়াতে পারবেন না। এই হামলা স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া সম্ভব হতে পারে না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেএসডি সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া, জমিয়তে উলামায় মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, এনডিএম মহাসচিব মোহাম্মদ মমিনুল হক, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা বিভাগের চেয়ারম্যান আবু মুসা বিল্লাহ্, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা ও হেফাজত নেতা আতাউল্লাহ আমিনী, বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন, জনতার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শক্ত হতে শিখিয়েছেন মা, তবে সেটা প্রচারের নয়: আনুশকা শর্মা Nov 06, 2025
img
উত্তমকুমারের কাছেই শিখেছি সহঅভিনয়ের পাঠ: লিলি চক্রবর্তী Nov 06, 2025
img
স্ট্রাগল করতে করতে বয়স কেটে গেছে: রাখি সাওয়ান্ত Nov 06, 2025
img
এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছেন : কর্নেল অলি Nov 06, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ Nov 06, 2025
img
নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে, বললেন মামদানি Nov 06, 2025
img

সাদিক কায়েম

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্টরা Nov 06, 2025
img
ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির Nov 06, 2025
img
বড় বাজেটের ভিড়ে ‘দ্য তাজ স্টোরি'র বাজিমাত Nov 06, 2025
img
রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘ভারতের রোনালদো-মেসি' : রশিদ লতিফ Nov 06, 2025
img
অ্যাশেজে অস্ট্রেলিয়ার দল নিয়ে সমালোচনা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর Nov 06, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 06, 2025
নিউইয়র্কে নতুন ইতিহাস, জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি Nov 06, 2025
সিলেট-৫ আসনে ৩০ বছরের মধ্যে প্রার্থী নেই বিএনপির Nov 06, 2025
মনোনয়ন চাপে বিএনপি, বদল হতে পারে প্রার্থী তালিকা Nov 06, 2025
রাষ্ট্র সংস্কারের জায়গায় ফেল হলে চুপ থাকবো না: এসএম ফরহাদ Nov 06, 2025
আইনি নোটিশের পরও সমাধান হয়নি, মামলা দায়ের Nov 06, 2025
জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ Nov 06, 2025
শাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এবারও হট ফেভারিট Nov 06, 2025
img
তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির Nov 06, 2025