আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে গিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে। তার ক্লাসরুমে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃ্হস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের একটি ক্লাসরুমে যান ফরহাদ। এ সময় তার সঙ্গে ছিলেন একই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী বেলাল হোসাইন অপুও।
ক্লাসে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ক্লাস চলাকালে এসে ভোট চেয়েছেন ফরহাদ।
ডাকসুর আচরণবিধির ৬(চ) ধারায় বলা আছে, শ্রেণিকক্ষ, পাঠকক্ষ বা পরীক্ষার হলে এমন কোনো সভা বা প্রচারণা করা যাবে না, যা পাঠদান বা পরীক্ষা কার্যক্রম ব্যাহত করতে পারে। এ ছাড়া শ্রেণিকক্ষ ও করিডোরে মিছিলও নিষিদ্ধ।
তবে ক্লাসরুমে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো ধরনের প্রচারণা চালাননি বলে দাবি করেছেন জিএস প্রার্থী ফরহাদ। তিনি বলেন, ‘সমাজকল্যাণ ইনস্টিটিটিউটে ক্লাসের ফাঁকে ফাঁকে লম্বা ব্রেক থাকে। শিক্ষার্থীরা তখন আড্ডা দেয়, গল্প করে। ভেবেছিলাম হয়তো ক্লাস চলছে না। নির্বাচনী আচরণবিধি মেনে আমি সেখানে লিফলেট বিতরণ করিনি, কারো কাছে ভোটও চাইনি। এখন একটি ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’
ফরহাদ ক্লাসরুমে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের লেকচারার রনি মৃধা। তিনিও জানিয়েছেন, ক্লাসরুমে ভোট চাননি ফরহাদ। বলেন, ‘আমি তখনও ক্লাস শুরু করিনি। যেইমাত্র আমি প্রবেশ করেছি, সেও প্রায় একই সময়ে আসে। ক্লাস ফাঁকা ভেবে সে শ্রেণিকক্ষে প্রবেশ করে। তখন ফরহাদ আমাকে সরি বলে। শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে সে বের হয়ে যায়। তবে কারো কাছে ভোট চায়নি।’
এদিকে, ক্লাসরুমে গিয়ে ফরহাদের ভোট চাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী জানান, অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ।
কেএন/টিএ