এশিয়ান কাপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ হারলে লাল-সবুজদের যাত্রা থেমে যাবে গ্রুপ পর্বেই। তাই ম্যাচটাকে ডু অর ডাই হিসেবে নিয়ে সেরাটা দিয়ে খেলার প্রত্যয় অধিনায়ক মোরসালিনের। কোচের প্রত্যাশা গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবে দল।
দেশের ফুটবলে যে জোয়ার তৈরি হয়েছিল, সেই গ্রাফ আবারো নিম্নমূখী। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক কোথাও নেই আশার আলো। সম্ভাবনার স্বপ্ন দেখিয়ে অনূর্ধ্ব-২৩ দল এশিয়ান কাপ বাছাই মিশনে গেলেও প্রথম ম্যাচ পরই ফিকে হয়ে গেছে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা।
ভিয়েতনামের কাছে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই, এই ম্যাচে কতটা অসহায় ছিলেন মোরসালিনরা। হারা ম্যাচে গোলরক্ষক শ্রাবণের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার থেকে ধারণা পাওয়া যায় মাত্র। এমন পরিস্থিতির মাঝেই এবার ইয়েমেন মিশন। যারা সিঙ্গাপুরকে হারিয়ে দিয়ে আছে বেশ ছন্দে।
তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে যে বাংলাদেশকে জিততেই হবে। সেটা ভালো করেই জানেন অধিনায়ক শেখ মোরসালিন্। তিনি বলেন, ‘আমাদের ডু অর ডাই ম্যাচ। যে কোনো উপারে আমাদের জিততে হবে।’
এই দলের বেশ ক'জনের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। এছাড়াও বাছাই শুরুর আগে কিউবা মিচেল আর জায়ানদের নিয়ে ছিল বেশ হাইপ। ভিয়েতনামের বিপক্ষে জায়ান কিছুটা ঝলক দেখালেও খুঁজে পাওয়া যায়নি কিউবাকে। যদিও সেসব নিয়ে না ভেবে নতুন করে শুরুর প্রত্যাশা কোচের। প্রতিপক্ষ নিয়ে হয়েছে কাঁটাছেড়া। তাই শিষ্যদের ওপরই আস্থা রাখছেন সহকারী কোচ আসান আল-মামুন।
তিনি বলেন, ‘আমারা ওদের দুর্বল জায়গাগুলো শনাক্ত করেছি। ভিডিও সেশন ছিল, সেখানে খেলোয়াড়দের দেখিয়েছি। আমরা প্রস্তুত। টুর্নামেন্টে ফিরতে হলে এ ম্যাচে জয় ছাড়া আমাদের কোনো উপায় নেই।’
অসুস্থতার জন্য এই ম্যাচেও ডাগ আউটে দেখা যাবে না হেড কোচ সাইফুল বারী টিটুকে। দল সামলাবেন হাসান আল-মামুন। জাতীয় দলের সহকারী এই কোচ সব কিছুই নাকি সেট করছেন হাভিয়ের কাবরেরার প্রেসক্রিপশনে।
এসএস/টিএ