আবরারকে নিয়ে কলকাতার তনুশ্রীর পোস্ট ভাইরাল

আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে দেয়া পোস্টের জের ধরে রোববার রাতে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

এই ঘটনা বাংলাদেশ এখন তুমুল আলোচিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন আবরার হত্যার প্রতিবাদে। ভারত থেকেও অনেকেই এই ঘটনায় সংহতি প্রকাশ করছেন। তাদেরই একজন কলকাতার তনুশ্রী রায়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।

আবরারকে নিয়ে সোমবার রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেক বাংলাদেশিই তার পোস্টে কমেন্ট করেছেন।

তনুশ্রী রায় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই মানুষ ছিলেন ৪৭'র দেশভাগের পর ভারতে চলে আসেন। বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সবসময় চাই।’

‘শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। স্ট্যাটাসটা আমি পড়লাম, নিজের দেশের স্বার্থ নিয়ে লিখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে এটা আমার কাছে আশ্চর্য লাগছে।সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কিভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!’

তনুশ্রীর পোস্টে বিভিন্ন জনের মন্তব্য

আরএন শাওন এ নামে একজন মন্তব্য করেছেন, ‘ভুল দেশে জন্ম আমাদের যেখানে বাক স্বাধীনতা নেই। আপনারা বেঁচে গেছেন এ দেশ ত্যাগ করে।’

আরেকজন লিখেছেন, ‘জন্মদান থেকে বুয়েট পর্যন্ত! চিন্তায় কত রাত নির্ঘুম কাটিয়েছে মা, ছেঁড়া শার্ট আর পুরনো স্যান্ডেলের আড়ালে জমিয়ে রাখা বাবার কত স্বপ্ন। এবার নিশ্চিন্তে ঘুমাও মা, কেড়ে নেয়ার মত কিছুই নেই যে তোমার আর। আজ একটি পিতা অকারণে নিজের কাঁধে বইছেন পুত্রের মৃত লাশ। আজ একটি মা সন্তান হারানোর হাহাকারে বিক্ষত। আমরা আবরারের মৃত্যুর দুর্বল সাক্ষী!’

মো. ফয়সাল আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘সাগর-রুনি, বিশ্বজিৎ, নুসরাত- কারো হত্যার বিচারই এ দেশে হয়নি। হয়তো আবরার হত্যার বিচারও আমরা পাব না। ফলস্বরূপ একসময় আমাকে এবং আরো অনেককেই এভাবে হত্যার শিকার হতে হবে। আর খুনিরা তাদের আধিপত্য বজায় রাখবে। প্রতিষ্ঠিত হবে স্বপ্নের সোনার বাংলাদেশ।’

 

টাইমস/এসআই

 

Share this news on: