টেলর সুইফটকে ঘিরে সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে তার এক দশকেরও বেশি পুরোনো একটি সাক্ষাৎকার। ২০১২ সালে কসমোপলিটান ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন এই বিশ্বখ্যাত গায়িকা। ট্র্যাভিস কেলসের সঙ্গে তার আঙটি বদলের পর সেই সাক্ষাৎকার এখন ভক্তদের কাছে ফিরে এসেছে নতুন করে আলোচনার কেন্দ্রে।
তখন টেলর বলেছিলেন, তিনি এমন একটি জীবন গড়তে চান যেখানে তার স্বপ্নের পাশাপাশি সঙ্গীর স্বপ্নও সমানভাবে জায়গা পাবে। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, বিয়েকে কখনোই কোনো নিয়ম-কানুন বা বাঁধাধরা খাতায় আবদ্ধ করতে চান না। টেলরের ভাষায়, “আমি চাই না আমার বিয়ে শুধু কাগজে আঁকা কোনো পরিকল্পনা হয়ে যাক, যেখানে পোশাক, রঙ বা সাজসজ্জা আগে থেকে বেঁধে দেওয়া থাকবে।”
তিনি আরও বলেছিলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে তার সঙ্গী যেন কখনোই কোনো গল্পের কেবল একটি চরিত্র হয়ে না থাকেন, বরং সমানভাবে অনুভূতিতে ও সিদ্ধান্তে অংশ নেন। এভাবেই টেলরের স্বপ্নের বিয়ে হয়ে উঠতে পারে সত্যিকারের সঙ্গত আর ভালোবাসার প্রতীক।
ট্র্যাভিস কেলসের সঙ্গে টেলরের বাগদান ঘিরে এখন ভক্তরা সেই পুরোনো সাক্ষাৎকারকে নতুন করে খুঁজে নিচ্ছেন। অনেকেই মনে করছেন, টেলরের সেই স্বপ্ন এখন বাস্তবের কাছাকাছি এসে দাঁড়িয়েছে।
টিকে/