বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘রাষ্ট্রচিন্তক, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দীন উমর নিঃসন্দেহে জাতির একজন শাণিত বিবেক ছিলেন।’
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বদরুদ্দীন উমরের মরদেহ দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান, দেশের এই খ্যাতিমান বুদ্ধিজীবী।
রিজভী বলেন, ‘বদরুদ্দীন উমর ন্যায়-অন্যায় নিয়ে কথা বলেছেন।
আদর্শিক বিভাজন থাকলেও ন্যায়ের পক্ষে কথা বলেছেন তিনি। সত্য বলতে গিয়ে রাষ্ট্রীয় কোনো হুমকি তিনি গ্রাহ্য করেননি। যেটা ভালো মনে করেছেন সেটাই বলেছেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থবিষয় সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
এসএন