জাপানের ‘এনালাইটিক্যাল সাইন্সেস’র সহযোগী সম্পাদক বাংলাদেশি সিদ্দিকী

জাপানের স্বনামধন্য ‘এনালাইটিক্যাল সাইন্সেস’ এর নির্বাহী সহযোগী সম্পাদক হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. মুহাম্মদ জহিরুল আলম সিদ্দিকী। ‘এনালাইটিক্যাল সাইন্সেস’ হলো জাপানের একটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী। যা ‘জাপান সোসাইটি ফর এনালাইটিক্যাল কেমেস্ট্রি’ প্রকাশ করে।

এ প্রসঙ্গে জহিরুল আলম সিদ্দিকী জানান, ‘এনালাইটিক্যাল সাইন্সেস’ সাময়িকীতে কয়েক বছর কাজ করবো। আমি এই সুযোগ পেয়ে অনেক আনন্দিত এবং জাপান সোসাইটি ফর এনালাইটিক্যাল কেমেস্ট্রিকে ধন্যবাদ জানাই।

এর আগে ক্যান্সার নিয়ে গবেষণা করে সাফল্য পেয়েছেন তিনি।

সুনামগঞ্জের জয়শ্রীর হাওড়পাড়ে বেড়ে ওঠা জহিরুল আলম সিদ্দিকী। অনেকের কাছে তিনি ‘শামীম’ নামে পরিচিত। সিলেট শহরতলীর রেবতি রমণ উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেন।

এইচএসসি পাস করেন সিলেটের এমসি কলেজ থেকে। এরপর স্নাতক ও স্নাতকোত্তর করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। পিএইচডি করেন দক্ষিণ কোরিয়ার পুসান জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে। তার পিএইচডি গবেষণাপত্র পৃথিবীর নামকরা সব জার্নালে প্রকাশিত হয়েছে।

২০১৫ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ কাউন্সিল জহিরুলের গবেষণায় সহায়তার জন্য দুই কোটি আশি লাখ টাকার অনুদান পান।

 

Share this news on:

সর্বশেষ