চলছে আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসকের জেরা

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যগ্রহণ শেষে চলছে ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলামের জেরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা শুরু হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন বেলা ১১টার পর ট্রাইব্যুনালের বিচারকার্যের শুরুতেই আবু সাঈদ হত্যা মামলায় পুনঃজবানবন্দি দেন ডা. রাজিবুল। তাকে জেরা করছেন স্টেট ডিফেন্সের আইনজীবীরা। প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর মঈনুল করিম।

এর আগে, ৭ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো রংপুরে কর্মরত এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হকের জেরা শেষে সাক্ষ্য দেন ডা. রাজিবুল। তিনি রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক।

গত ২৮ আগস্ট জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্যগ্রহণ। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন তিনজন।

এদিকে, আজ সকালেও এ মামলার ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

গত ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে এ মামলায় বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী। এর মধ্যে পাঁচজনের হয়ে লড়েন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশীদ। এছাড়া শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। ২৯ জুলাই তিন আসামির পক্ষে শুনানি হয়। এর মধ্যে শরিফুলের হয়ে লড়েন আইনজীবী আমিনুল গণি টিটো। কনস্টেবল সুজনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান।

২৮ জুলাই এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এ মামলায় মোট সাক্ষী ৬২ জন।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন: ট্রাম্প Oct 29, 2025
img
শাপলা না দেওয়া ইসির স্বেচ্ছাচারিতা: নাহিদ Oct 29, 2025
img
মারুফার সঙ্গে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা Oct 29, 2025
img
প্রিন্স-এ ইধিকার অত্যাধিক পারিশ্রমিক নিয়ে কটাক্ষ Oct 29, 2025
img
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ প্রধান উপদেষ্টার Oct 29, 2025
img
প্রেসক্লাবে ‘ভুখা মিছিলে’ থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত অর্ধশত Oct 29, 2025
img
চালু হচ্ছে এনইআইআর সিস্টেম, বন্ধ হবে অবৈধ মোবাইল সেটের ব্যবহার Oct 29, 2025
img
জাপার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৫ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান Oct 29, 2025
img
বলিউড বাণিজ্যিক হিট ছবির নায়িকা অসিন এখন কোথায়? Oct 29, 2025
img
আগামী নির্বাচন ফুল বিছানো রাজপথে হবে না: রিজভী Oct 29, 2025
img
গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট Oct 29, 2025
img
৩৮ বছর বয়সে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত শর্মা Oct 29, 2025
img
মেহজাবীনের নতুন সুখবর Oct 29, 2025
img
ইমাম-খতিবরা সমাজের আলোকবর্তিকা : এ্যানি Oct 29, 2025
img
এবার বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং Oct 29, 2025
img
বাংলাদেশ-চীন সম্পর্ক কী হবে, তৃতীয় কেউ ঠিক করবে না: ইয়াও ওয়েন Oct 29, 2025
img
অভিনয়ের পাশাপাশি এবার নতুন গানে ফিরছেন নুসরাত ফারিয়া Oct 29, 2025
img
ঘূর্ণিঝড় মেলিসার দাপটে তছনছ জ্যামাইকা Oct 29, 2025
img
ভারতীয় সিনেমায় প্রভাসের সাথে অভিষেক হচ্ছে ডন লির Oct 29, 2025
img
এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে: নুরুল হক নুর Oct 29, 2025