বলিউডে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’। ছবিটিতে আছেন বলিউডের জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান। তবে এবার আলোচনায় উঠে এসেছে ছবির সঙ্গীত। কারণ, প্রথমবারের মতো একই গানে এক হয়েছেন ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব আর হরিয়ানভি গানের জনপ্রিয় মুখ মাসুম শর্মা।
গানটির নাম ‘পানওয়াড়ি’, যা মুক্তি পাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর। শোনা যাচ্ছে, গানে ভোজপুরি ঢঙ আর হরিয়ানভি লোকসঙ্গীতের সুর মিলিয়ে এক অন্য রকম উৎসবের আবহ তৈরি করা হয়েছে। দুই আঞ্চলিক সঙ্গীতধারার এ মেলবন্ধনকে বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
খেসারি লাল যাদব ভোজপুরি শিল্পী হিসেবে যেভাবে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি হরিয়ানভি শ্রোতাদের কাছে মাসুম শর্মার গান সমানভাবে জনপ্রিয়। তাই দুই অঞ্চলের দুই তারকার এই সহযোগিতা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বলিউডের অ্যালবামে এমন আঞ্চলিক তারকাদের একসঙ্গে আনা শুধু ভক্তদের জন্যই নয়, বরং পুরো সঙ্গীতশিল্পের জন্যও বড় এক পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
চলচ্চিত্রটির গানের অ্যালবামকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, এই গান নাচের মঞ্চ থেকে শুরু করে উৎসবের দিনগুলোতে হয়ে উঠবে সবচেয়ে জনপ্রিয় আয়োজন। বলিউডে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক শিল্পীদের প্রভাব যেভাবে বাড়ছে, ‘পানওয়াড়ি’ গানটি তা আরও একধাপ এগিয়ে নেবে বলেও মত দিচ্ছেন সমালোচকরা।
এমকে/এসএন