বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ‘তনু ওয়েডস মানু’-এর তৃতীয় অংশ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস এবার থেমে যেতে পারে। কারণ, ইরোস ইন্টারন্যাশনাল পরিচালক আনন্দ এল. রাই-কে আইনি নোটিশ পাঠিয়েছে, ছবির সমস্ত অধিকার নিজেদের একক নিয়ন্ত্রণে থাকার দাবি জানিয়ে।
প্রাথমিকভাবে খবর ছিল, আনা কান্দানা রানাৎ এবং আর. মাধবনের সঙ্গে ছবির তৃতীয় অংশের কাজ শুরু হতে চলেছে। কিন্তু ইরোসের নোটিশের পর সেই সম্ভাবনা এখন অনিশ্চয়তার মধ্যে। কোম্পানি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজের সকল বুদ্ধিবৃত্তিক অধিকার, কপিরাইট এবং অভিযোজন সংক্রান্ত ক্ষমতা তাদের হাতে রয়েছে। তারা ইতিমধ্যেই নিজেদের ধারাবাহিকতা তৈরির কাজ শুরু করেছে এবং বাইরের কোনো হস্তক্ষেপকে আইন ভঙ্গ হিসেবে গণ্য করবে।
দর্শকরা হতাশ, কারণ ২০১১ ও ২০১৫ সালে আসা দুটি ব্লকবাস্টার হিটের পর আনা-কঙ্গনা এবং মাধবনের জুটির রসায়ন নতুন করে পর্দায় দেখার আশা অনেকেরই ছিল। তবে আইনি জটিলতার কারণে ‘তনু ওয়েডস মানু ৩’ হয়তো অন্য প্রযোজনা সংস্থার অধীনে এগোবে অথবা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে।
ফিল্মের ভবিষ্যৎ এখন আইনি ফাঁদে আটকে রয়েছে, যা ভক্তদের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এমকে/এসএন