এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠেছে গতকাল। তবে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের মোকাবেলা করবে টাইগাররা।
বেশ কিছু দিন ধরেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং। বিশেষ করে বড় শট খেলতে না পারায় বারবার সমালোচনায় পড়তে হয় টাইগারদের। লিটন অবশ্য মনে করেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলাটা বেশি গুরুত্বপূর্ণ।
আজ বুধবার আবুধাবিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট। আপনি জানেন যেকোনো বিপদে, পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার মনে হয় আমাদেরকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে, শুধু ছয় মারার চেষ্টার থেকে, আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছয় মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন।'
গত নেদারল্যান্ডস সিরিজে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। একটি ম্যাচ আট উইকেটে এবং আরেকটি ম্যাচ ৯ উইকেটে জয় লাভ করে লিটনের দল। যে কারণে প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংয়ের সুযোগ পায়নি। লিটনের বিশ্বাস দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠবে বাংলাদেশের মিডল অর্ডার।
তিনি বলেন, 'আপনি কয়েকটা গেইম যদি দেখেন সাম্প্রতিক সময়ে—আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফর্ম করেছি। মিডল অর্ডারের হাতে খুব বেশি একটা দায়িত্ব আসেনি। আমি বিশ্বাস করি মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং তারা করে দেখাবে।'
ইউটি/টিএ