ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে একটি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
সম্প্রতি ভার্জিনিয়ায় এমনই একটি অনুষ্ঠানস্থলে জায়েদ খানকে দেখা গেল চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তানজিন তিশার সঙ্গে। আর এতেই প্রশ্ন উঠেছে জায়েদ খানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা ও ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা কেন?
বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভার্জিনিয়াতে একটি অনুষ্ঠান ছিল, বাংলাদেশ ফেস্টিভাল। একই মঞ্চে মাহি, তানজিন তিশা ও আমি ছিলাম। ভার্জিনিয়ায় বসবাসকারী বাঙালিরা এই প্রথম নায়ক-নায়িকা দেখল। অনুষ্ঠান শেষে আমরা একটা ছবি তুলেছি। এটাই আর কিছু নয়।’
জায়েদ খান বলেন, ‘এ ছাড়া মঞ্চে এস আই টুটুল, আসিফ আকবর—তারা সবাই মঞ্চে পারফরম করেছেন। এখানের আয়োজনে প্রচুর বাঙালি ছিল, আয়োজকও বেশ খুশি। এখানের মানুষজন চায়, এমন আয়োজন যেন নিয়মিত হয়। সবাই খুবই উপভোগ করেছে।’
এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিও যুক্তরাষ্ট্রেই থাকছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
এমআর