এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে ম্যাচের একাদশ নিয়ে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান দল ওমানের বিরুদ্ধে ৯৩ রানের বড় জয় নিশ্চিত করা একাদশই রাখার পরিকল্পনা করছে।
তবে পেসার হারিস রউফ খেলবেন কি না তা চূড়ান্তভাবে স্টেডিয়ামে সিদ্ধান্ত নেওয়া হবে। একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।
প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে ৪.৩ ওভারে জয় তুলে নিয়েছে ভারত। অপরদিকে পাকিস্তান ১৬০ রান করে ওমানকে ৬৭ রানে অলআউট করে ৯৩ রানে ম্যাচ জিতেছে।
টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১০ বার জয় পেয়েছে ভারত। তিনবার পাকিস্তান। পাকিস্তানের সর্বশেষ জয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলী আঘা, হাসান নেওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
কেএন/টিকে