রাজনীতির ময়দান থেকে প্রেম শুরু হয়েছিল স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের। রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের প্রেমের মাঝে একটি বিড়ালের বড় ভূমিকা রয়েছে। অল্প দিন প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। ভিন্ধর্মে বিয়ে নিয়ে কটাক্ষও শুনেছেন স্বরা। এমনকি, চিন্তায় পড়েছিলেন স্বরা ও ফাহাদের বাবা-মাও।
২০১৯ সালে মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে ‘এনআরসি-সিএএ’-বিরোধী আন্দোলন থেকে স্বরা ও ফহাদের আলাপ। ফাহাদকে দেখে সোজাসাপ্টা মানুষ বলে মনে হয়েছিল অভিনেত্রীর। সেখান থেকে বন্ধুত্ব শুরু। তবে প্রেমে সাহায্য করেছিল একটি বিড়াল। সেই বিড়ালের নাম গালিব।
স্বরা বলেছেন, “গালিব নামে উদ্ধার করা একটি বিড়ালছানা ছিল। ওই আমাদের প্রেমে কিউপিড-এর কাজ করেছিল। ফহাদ ওকে উদ্ধার করেছিল রাস্তা থেকে। আমি তার পরে ওকে থাকার জায়গা দিই। অবশেষে বিড়ালটিকে আমিই দত্তক নিয়েছিলাম। ওকে ঘিরেই আমার আর ফহাদের আলোচনা হত, দেখা হত। রাজনীতির বাইরে ফহাদ কেমন, তা গালিবের জন্যই বুঝতে পেরেছিলাম।”
দু’জনের তরফ থেকেই পরস্পরের প্রতি সমান আগ্রহ তৈরি হয়েছিল। তবে প্রেমের ও বিয়ের প্রস্তাব প্রথম দিয়েছিলেন ফহাদ। স্বরাকে নাকি ফুল, চকোলেটের মতো উপহারে ভরিয়ে রাখতেন তিনি। দু’মাস সম্পর্কে থাকার আগে তিন বছর বন্ধু ছিলেন এই যুগল।
ভিন্ধর্মে বিয়ে নিয়ে কোনও আপত্তি জানাননি স্বরা বা ফাহাদের পরিবার। কিন্তু এত দ্রুত বিয়ের সিদ্ধান্ত দেখে অবাক হয়েছিলেন তাঁরা। বিয়ের পরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। তার পরে ঝগড়াও হয়েছে প্রচুর। কিন্তু স্বরা জানান, ঝগড়া বা মন কষাকষি নিয়ে কখনও তাঁরা ঘুমোতে যান না। তার আগেই সব মিটমাট করে নেন তাঁরা।
এসএন