প্রত্যেক মানুষ যেন দুর্যোগের পূর্ব সতর্কতা পায় এ জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে থার্ড ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম অন অ্যানটিসিপেটরি অ্যাকশন ইন বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ জাতীয় স্বেচ্ছাসেবক তৈরি করা হবে। যার মাধ্যমে ক্ষতিগ্রস্তরা সাহায্য পায়। দুর্যোগের পূর্ব সর্তকতা নিশ্চিতে সরকারি-বেসরকারি সংস্থাগুলো সমন্বয় খুব দরকারি। এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ প্রবণ মানুষদের জন্য কাজ করা সম্ভব হবে। ২০১৫ সালের পর থেকে দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগের আগাম প্রস্তুতি বেশি জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের ডিজাস্টার ইমার্জেন্সি রেসপন্স এবং এন্টিসেপেটিরি খাতে অর্থ বরাদ্দ রাখা দরকার। ব্যবসায়িক সমিতি গুলোকে বিজনেস কনটিনিউটি প্ল্যান করতে হবে যেনো দুর্যোগ পরবর্তীতে ধকল কাটিয়ে নেয়া যায়।
এসময় উপদেষ্টা প্রাইভেট সেক্টর সিভিল সোসাইটি ও এনজিওগুলোকে প্রোগ্রাম থেকে যে প্রতিশ্রুতি আসবে তা সরকারের সাথে থেকে বাস্তবায়নের অহ্বান জানান। তিনি বলেন, উন্নত পূর্বাভাস ও সতর্কবার্তার ভিত্তিতে সম্ভাব্য দুর্যোগের আগেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি কমানোই পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের মূল লক্ষ্য।
এবি/টিকে