পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। এক টেলিভিশন আলোচনায় ইউসুফ সূর্যকুমারের নাম বিকৃত করে তা গালিগালাজে রূপ দেন এবং ভারতীয় দলকে আম্পায়ারদের সিদ্ধান্তে অন্যায্য প্রভাব খাটানোর অভিযোগ তোলেন। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তোলে।
এর জবাবে ভারতের সাবেক অলরাউন্ডার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী মদন লাল ইউসুফকে তীব্র আক্রমণ করেন।
তিনি ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইউসুফের মন্তব্যকে ‘লজ্জাজনক’ ও সাবেক ক্রিকেটারের অযোগ্য আচরণ বলে আখ্যা দেন। লালের ভাষায়, ‘দেখুন, এটাই পাকিস্তানের চরিত্র। আপনি কি কাউকে এভাবে গালি দিতে পারেন? এরা এগুলোই জানে, আর কিছু জানে না। এর বেশি কিছু বলার নেই।
গালাগালি করা ভীষণ ভুল, আর সেটা যদি সাবেক ক্রিকেটারের কাছ থেকে আসে, তাহলে সেটা সম্পূর্ণ বোকামি।’
এবি/টিএ
শুধু তাই নয়, ইউসুফের পক্ষ থেকে উত্থাপিত আম্পায়ারিং পক্ষপাতিত্বের অভিযোগকেও উড়িয়ে দেন লাল। তার মতে, ডিআরএসসহ আধুনিক প্রযুক্তির যুগে এ ধরনের দাবি ভিত্তিহীন। সাবেক ভারতীয় কোচের মতে, ইউসুফের মন্তব্য শুধু সূর্যকুমার যাদবকে অপমান করেনি, বরং খেলার চেতনাকেও আঘাত করেছে।
এদিকে মাঠেও উত্তেজনার কমতি ছিল না। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল ৭ উইকেটে পাকিস্তানকে হারালেও ম্যাচ শুরুর আগেই টসের সময় প্রচলিত হাত না মিলিয়ে আলোচনার জন্ম দেন ভারতীয় অধিনায়ক। জয়ের পরও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। ক্ষুব্ধ পাকিস্তানি ক্রিকেটাররা এরপর ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন।
ঘটনার পরিসর আরো বেড়ে যায় যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়।