বক্স অফিসে তেমন দাপট দেখাতে পারছে না বিবেক অগ্নিহোত্রীর নতুন বলিউড সিনেমা সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’। মুক্তির ১২তম দিন পার হওয়ার পর সিনেমাটি আয় করেছে ১৫ কোটি রুপি।
স্যাকনিল্কের তথ্য অনুসারে ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার (১৬ সেপ্টেম্বর) ছবিটির আয় করে মাত্র ৫০ লাখ রুপি। সেদিন সারা ভারতে সিনেমাটির দর্শক উপস্থিতি ছিল প্রায় ৩০ শতাংশ।
তবে সপ্তাহের শুরুর দিকে সিনেমাটি উন্মাদনা জাগালেও তা ধরে রাখতে পারেনি। মুক্তির প্রথম শুক্রবারে সিনেমাটি ব্যবসা করে ১ কোটি ৭৫ লাখ রুপির, শনিবার আয় করে ২ কোটি ২৫ লাখ এবং রোববার ২ কোটি ৭৫ লাখ। কিন্তু এই তিন দিনের পর থেকেই নামতে থাকে ধস! অর্থাৎ সোমবার ছবিটির আয় নেমে আসে ১ কোটি ১৫ লাখ। মঙ্গলবার ১ কোটি ৩৫ লাখ, বুধবার ১ কোটি এবং বৃহস্পতিবার আরও ১ কোটি রুপি আয় করে প্রথম সপ্তাহ শেষে মোট সংগ্রহ দাঁড়ায় ১১ কোটি ২৫ লাখ রুপি।
তবে দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। দ্বিতীয় শুক্রবারে ছবিটি আয় করে মাত্র ৬ লাখ রুপি। যদিও শনিবার ১ কোটি ১৫ লাখ এবং রোববার ১ কোটি ১০ লাখ রুপি আয় করে কিছুটা উন্নতি দেখা যায়। কিন্তু সোমবারে আবার ধস নামে; আয় দাঁড়ায় মাত্র ৪ লাখ রুপিতে। দ্বিতীয় মঙ্গলবার (মুক্তির ১২তম দিন) ছবিটি আয় করে ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ১৫ কোটি রুপি।
তবে সিনেমাটি মুক্তির সময় খুব বেশি প্রেক্ষাগৃহও পায়নি। মূল বাজার হিসেবে ধরা হয়েছিল পশ্চিমবঙ্গকে। কিন্তু সেখানকার হলে সিনেমাটি মুক্তি না পাওয়ায় বক্স অফিস সংগ্রহে বড় ধাক্কা খায়- এমনটাই মত বিশ্লেষকদের।
কেএন/টিএ