নেদারল্যান্ডস জাতীয় দলের ফাস্ট বোলার ভিভিয়ান কিংমাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত ১২ মে উট্রেখটে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ টু'র ম্যাচের পর ডোপ টেস্টের জন্য তার থেকে নেয়া নমুনায় নেশাজাতীয় দ্রব্যের উপস্থিতি ধরা পড়ায় এই শাস্তি দেয়া হয়েছে।
৩০ বছর বয়সী কিংমা পরীক্ষায় বেনজয়লেকোগনিন (যা কোকেনের এক ধরনের বিপাকজাত পদার্থ এবং আইসিসি অ্যান্টি-ডোপিং কোড অনুযায়ী "নিষিদ্ধ উপাদান' হিসেবে চিহ্নিত)পজিটিভ হন। স্পোর্টপার্ক মার্সকালকেয়ার্ড ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের পর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
কিংমা এরই মধ্যে নিষিদ্ধ উপাদান গ্রহণের অপরাধ স্বীকার করেছেন এবং প্রমাণ করতে সমর্থ হয়েছেন যে, এই দ্রব্য তিনি প্রতিযোগিতার বাইরে গ্রহণ করেছেন। সেই কারণে তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যা ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তবে, যদি কিংমা প্রমাণ করতে পারেন যে তিনি অনুমোদিত কোনো চিকিৎসা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন, তাহলে তার নিষেধাজ্ঞার মেয়াদ সর্বোচ্চ এক মাসে নামিয়ে আনা হতে পারে।
এছাড়া গত ১২ মে আরব আমিরাতের বিপক্ষে ওই ম্যাচ এবং এরপর তিনি যে ম্যাচগুলো খেলেছেন। সেসবে তার ব্যক্তিগত পরিসংখ্যানও বাতিল করা হয়েছে।