বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচার হওয়ার পর যদি আদালত মনে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে তাতে আমাদের কোন আপত্তি নাই।’
তিনি আরও বলেন, ‘তবে বিচার শেষ হওয়ার আগে দলগুলো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেইসঙ্গে আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না। যদি তাদের কেউ নির্বাচনে সুযোগ দিতে চায় তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে সেই সুযোগ নেবে।’
সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না অভিযোগ করেছেন রাশেদ। তিনি বলেন, ‘তারা মনে করে দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেয়ার পরও এখনো গড়িমসি করছে।’
অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না বলেও অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘যদি ১/১১ ফিরে আসে তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, আমরা তো আর কোথাও পালাতে পারবো না। যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনারা বিদায় নেন।’
নুরের ওপর যে হামলা হয়েছে, এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানানিয়েছেন রাশেদ খান। তিনি বলেন, ‘যারা হামলা চালিয়েছে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।’