এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগের দিনই আলোচনায় আসেন নাসুম আহমেদ। পারিবারিক কারণে নেতিবাচক খবরের শিরোনামে আসেন এই স্পিনার। তবে সে সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাশে পেয়েছিলেন নাসুম।
এশিয়া কাপের সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই বাজিমাত করেন নাসুম। এমনকি নির্বাচিত হন ম্যাচ সেরাও। পারিবারিক বিষয় সব জয় করে ঘুরে দাঁড়িয়েছেন নাসুম।
এরপর ক্রিকেটের প্রতি নাসুমের তীক্ষ্ণ মনোযোগের কথা জানিয়েছেন বিসিবি প্রধান বুলবুল।
বুলবুল বলেছেন, ‘প্রথমে আমি নাসুমের প্রতি এমন পরিস্থিতিতে সহানুভূতি জানাচ্ছি। একটা প্লেয়ার যখন দেশকে প্রতিনিধিত্ব করে, আন্তর্জাতিক খেলা খেলতে যায়, মানসিকভাবে সাপোর্ট করতে হতে পারে। সেখানে যে খেলা খেলেছে অবিশ্বাস্য ছিল। সে সবসময় ধারাবাহিক।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তান ম্যাচে অনেক বড় ভূমিকা পালন করেছে। ১১ জনেরই অবদান ছিল। সে বড় ভূমিকায় ছিল। পার্সোনালি সিলেটে তার সাথে কথা হয়েছিল। মনে হয়েছিল সে অনেক আত্মবিশ্বাসী। ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব অসম্ভব অসম্ভব তীক্ষ্ণ। সেটা সে প্রমাণ করেছে।’
এদিকে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) আবুধাবিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসুম বলেছেন, ‘যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করা, এইটা প্রয়োজন আমি মনে করছি না। যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে। তো আমরা এইটা নিয়ে এত ভাবছি না। যা হবার তাই হবে।’
নিজের পারফরম্যান্স নিয়ে নাসুম বলেন,‘আমি সবসময় খেলার জন্য রেডি থাকি। যখনই সুযোগ আসে, নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এইভাবে পারফর্ম করতে পারি।’
এমকে/এসএন