নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা, শুভদের পাশাপাশি নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সিজনে অন্যান্য চরিত্র থাকলেও ছিলো না নেহাল ও আরিফিন। এরইমধ্যে নেহাল চরিত্রে অভিনয় করা তৌসিফ ব্যাচেলর পয়েন্টে ফিরেছেন।
প্রচারে থাকা ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে দেখা যাবে নেহাল ওরফে তৌসিফ মাহবুবকে। তৌসিফ ফেরার পরই নতুন প্রশ্ন উঠেছে তবে কি আরিফিনও ফিরছেন।
আরিফিন চরিত্রে অভিনয় করেছিলেন শামীম হাসান সরকার। তবে এই ধারাবাহিকে আরিফিন চরিত্রটি ফেরার কোনো সম্ভাবনা নেই।
এই চরিত্র দুটি সরিয়ে নেয়া প্রসঙ্গে ২০২০ সালে কাজল আরিফিন অমি বলেছিলেন, ‘সেটা অবশ্যই গল্পের প্রয়োজনে। আমাদের স্কুল এবং কলেজ জীবনে যে ফ্রেন্ডগুলো থাকে তাদের সঙ্গে কি সারা জীবন একসঙ্গে থাকা হয় আমাদের? হয় না। একটা সময়ে দেখা যায়- খুব ক্লোজ ফ্রেন্ডদের সঙ্গেও যোগাযোগ থাকে না।
আবার হুট করে একদিন যোগাযোগ হয়। এমনটি তো নাটকের ক্ষেত্রেও হতে পারে। প্রথম জীবনে ব্যাচেলর হিসেবে যার সঙ্গে ফ্ল্যাটে ওঠা হয়, তার সঙ্গে কিন্তু সবসময় থাকা হয় না। পরিবর্তন আসে। নানা রকম মানুষের সঙ্গে ব্যাচেলর জীবনে থাকা হয়।
তাহলে কি চরিত্রগুলো আর ফিরবে না? -এমন প্রশ্নের উত্তরে অমি বলেন, ‘যদি সময় এবং পরিস্থিতির পাশাপাশি সবকিছু মিলে যায় তাহলে অদূর ভবিষ্যতে আরেফিন ও নেহাল চরিত্র আবার আসতেও পারে। এমন তো না যে, চরিত্রগুলো মারা গেছে। তারা জীবিত আছে। কেবল তারা ফ্ল্যাটে একসঙ্গে নেই। তারা নিজেদের মতো করে আলাদা আছে। ভবিষ্যতে আবার কাবিলা, শুভ, পাশা ও হাবু ভাইদের সঙ্গে নেহাল ও আরেফিনদের দেখা হয়ে যেতেই পারে।’
অমির কথা অনুযায়ী ব্যাচেলর বাসায় নেহাল ফিরেছেন। তবে ফিরছেন না আরিফিন।
এমকে/এসএন