বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনে ১৮ টন ৭৯ কেজি ইলিশ ভারতে রপ্তানিহয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে দ্বিতীয় দিনে ৬টি চালানে ১৮ টন ৭৯ কেজি ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
এর আগে, বুধবার রাতে প্রথম চালানে ৩৭ টন ৪৭০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল। এ নিয়ে দুই দিনে ভারতে গেল সর্বমোট ৫৬ টন ৫৪৯ কেজি পদ্মার ইলিশ।
জানা গেছে, রপ্তানি করা ইলিশের ওজন প্রতিটা এক কেজি বা তার বেশি। প্রতি কেজির রপ্তানি মূল্য ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি অর্থে ১৫২৫ টাকা।
বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, মাছের স্বাস্থ্য পরীক্ষা শেষে রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। রপ্তানির জন্য নির্বাচিত প্রতিটি ইলিশ স্বাস্থ্যসম্মত, রোগমুক্ত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যোগ্য।
ইলিশ রপ্তানিকারক জিয়াউর রহমান জানান, এ বছর দুর্গা পূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষের নির্দেশ রয়েছে। তবে এতো অল্প সময়ে সব ইলিশ পাঠানো কঠিন হয়ে পড়বে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২৪৫০ টনের অনুমতি দিয়েছিল। কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয়েছিল ৬৩৬ টন। এর মধ্যে শুধু বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল ৫৩২ টন।
কেএন/টিকে