বৃহস্পতিবার দিনটা পারলে দুনিথ ভেল্লালাগে ভুলেই যেতে চাইবেন। সে রাতেই যে তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে মাত্র ৫৪ বছর বয়সে চলে গিয়েছিলেন না ফেরার দেশে! বাবাকে শেষ এক বারের মতো দেখতে তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। এরপরই তিনি যোগ দিয়েছেন স্কোয়াডে। তবে ম্যাচে সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে!
আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচ শেষে কোচ সনৎ জয়াসুরিয়ার কাছ থেকে খবরটা পেয়েছিলেন তিনি। সে রাতেই শ্রীলঙ্কার উদ্দেশে আমিরাত ছেড়েছিলেন ভেল্লালাগে। তার সঙ্গী হয়েছিলেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদে। সেই তাকে নিয়েই শ্রীলঙ্কা থেকে দুবাই পৌঁছে ভেল্লালাগে স্কোয়াডে যোগ দিয়েছেন আজ।
আফগানদের বিপক্ষে ওই ম্যাচটা এমনিতেও ভুলে যেতে চাইবেন দুনিথ। সে ম্যাচে ৪৯ রান দিয়েছিলেন তিনি। শেষ ওভারে মোহাম্মদ নবির কাছে হজম করতে হয়েছিল ৫টা ছক্কা। সেই নবী যখন এক অঙ্ক পেরোননি, তখন আবার তার ক্যাচও ফেলেছিলেন!
সে ট্রমা তো আছেই, তারপর বাবা হারানোর বিষাদ সঙ্গী হয়েছে তার। সব মিলিয়ে তার সময়টা যে ভালো কাটছে না, তা পরিষ্কার। শ্রীলঙ্কা যদি একাদশে পরিবর্তন আনে, এই একটা জায়গাতেই আনতে পারে। সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন মাহিশ থিকসানা।
লঙ্কানরা এবারের টুর্নামেন্টে খেলছে বেশ নিখুঁত ক্রিকেট। সে কারণেই দৈব দুর্বিপাক না হলে অন্য কোনো জায়গায় পরিবর্তন আনার সম্ভাবনাটা একেবারেই ক্ষীণ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ–
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা।
এসএস/টিএ