লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান বিশ্লেষকরা

টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্পিন বিভাগে অন্যতম শক্তিশালী অস্ত্র শেখ মেহেদী হাসান। যদিও অলরাউন্ডার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা এই তারকার ব্যাটিংয়ে অফফর্ম নিয়ে সমালোচনা রয়েছে। ব্যাটারদের গতিবিধি বোঝা এবং স্টক ডেলিভারিতে দক্ষ মেহেদীর স্পিন অবশ্য কার্যকরী। আফগানিস্তান ম্যাচে তিনি টাইগারদের একাদশে ছিলেন না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে একাদশে প্রয়োজন বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

আজ (শনিবার) লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ সুপার ফোরের লড়াই শুরু করবে। এই ম্যাচে টাইগারদের জন্য ভেন্যুও বদলে যাবে। গ্রুপপর্বে তারা তিনটি ম্যাচই খেলেছিল আবুধাবিতে। এখন সুপার ফোরের তিন ম্যাচই দুবাইতে। যেখানে আবুধাবির চেয়ে তুলনামূলক স্লো ও টার্নিং উইকেট হয়ে থাকে। ফলে খেলার ধরন এবং কৌশলে পরিবর্তন আনতে হবে লিটন দাসের দলকে। সবকিছু বিবেচনায় নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর আলোচকরা শেখ মেহেদীকে একাদশে রাখার যুক্তি দিয়েছেন।



হংকংয়ের বিপক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মেহেদী। এরপর লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। আবুধাবির পিচ এবং একই প্রতিপক্ষ বিবেচনায় স্বভাবতই শেখ মেহেদীকে যে একাদশে ফেরাতে হবে সেই কথাই উঠে এসেছে আলোচনায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পূর্ববর্তী ক্রিইনফোর আলোচনায় সাবেক ভারতীয় তারকা ওয়াসিম জাফর বলেন, ‘বাংলাদেশ (আফগানিস্তানের বিপক্ষে) ভালো ম্যাচ খেলেছে। তবে তাদের পঞ্চম বোলারের সংকট আছে। যেখানে তানজিম সাকিব কিংবা মেহেদী হাসানকে খেলানো যায়। দুবাইয়ের উইকেট বিবেচনায় মেহেদীকে খেলাতে যেতে পারে বলে মনে করি।’

লঙ্কানদের ব্যাটিং লাইনআপে বাঁ-হাতি ব্যাটারের আধিক্য আছে। টপ ও মিডল অর্ডার মিলিয়ে একাদশে থাকতে পারেন ৪ বাঁ-হাতি ব্যাটার। সেই প্রসঙ্গ টেনে মেহেদীকে খেলানো এবং তার ব্যাটিং পজিশন নিয়ে ওয়াসিম জাফরের অভিমত, ‘মেহেদী ফিরলে ৭ নম্বরে খেলতে পারে। পাওয়ার প্লেতে বাঁ-হাতি ব্যাটারদের বিপক্ষে তার বোলিং কার্যকরী।’ তাওহীদ হৃদয়কে বাদ দেওয়ারও পরোক্ষ অনুরোধ তার, ‘হৃদয় ধারাবাহিক ছিল না। তবে জাকের-শামীম আছে। আমার মতে পঞ্চম বোলার খেলাতে গিয়ে ব্যাটার কমলেও, যারা আছে তারাই যথেষ্ট হবে।’ 

শেখ মেহেদীকে দলে নেওয়ার প্রসঙ্গে আরেক আলোচক ও সাবেক ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ বলছেন, ‘লঙ্কানদের ব্যাটিং লাইনআপে বাঁ-হাতি চারজন। ফলে মেহেদীকে আপনি নিতেই চাইবেন। তার ব্যাটিংয়ে সমস্যা আছে জানি, তবে ওপরে তো ছয় ব্যাটার আছে। এখন আপনার পাঁচ বোলার জরুরি।’

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ চারজন বোলার নিয়ে খেলেছিল। ফলে পঞ্চম বোলারের কাজটা সারতে হয় সাইফ হাসান ও শামীম পাটোয়ারীর মাধ্যমে। তবে তারা উভয়েই বেশ খরুচে ছিলেন। যদিও শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের কল্যাণে বোলার সংকটের বিষয়টি হারের কারণ হতে পারেনি বাংলাদেশের। ১৫৫ রানের লক্ষ্য দিয়ে তারা ৮ রানে জয় পায়।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বলিউডে সাহসী অভিনয়ের দৃষ্টান্ত ইয়ামি গৌতম Nov 14, 2025
img
সোনাক্ষী সিনহার ‘গ্রেফতার’ বিজ্ঞাপন দেখে শত্রুঘ্নের তড়িঘড়ি ব্যবস্থা Nov 14, 2025
img
শিরোনাম উন্মোচনের আগে ভক্তদের কৌতূহল বাড়ালো মাধবনের পোস্ট Nov 14, 2025
img
যে পথ ভয় দেখায়, সেখানেই নিজের বদলে যাওয়া: রণবীর কাপুর Nov 14, 2025
img
ধর্মেন্দ্রর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করায় হাসপাতাল কর্মী গ্রেপ্তার Nov 14, 2025
img
কেন আলিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন না কাকা মুকেশ ভাট? Nov 14, 2025
img
মানুষ বদলায় না, মুখোশ পরে থাকে : সোনালী চৌধুরী Nov 14, 2025
img
কটকের বালি যাত্রা মেলায় শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা Nov 14, 2025
img
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য Nov 14, 2025
img
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Nov 14, 2025
img
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো : শিশির মনির Nov 14, 2025
img
নিজের সঙ্গেই নিজের তুলনা করো, অন্য কারও সঙ্গে নয়: আমিশা প্যাটেল Nov 14, 2025
img
সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক Nov 14, 2025
img
খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু Nov 14, 2025
img
যুক্তরাষ্ট্রে নতুন করে কড়াকড়ি, অভিবাসীদের ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল Nov 14, 2025
img
আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি Nov 14, 2025
img
রাতে পার্টি দেয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন ৩ কলেজ শিক্ষার্থী Nov 14, 2025
img
মাগুরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের Nov 14, 2025
img
ওসমান হাদিকে কল ও টেক্সটে হত্যার হুমকি Nov 14, 2025
img
কোটাসহ বেশ কিছু পরিবর্তন এনে স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের Nov 14, 2025