স্বাস্থ্য খাতে সমস্যা আর সমস্যা : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্যসেবা খাতে নানা অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমাদের সর্ষের মধ্যেই ভেজাল, আর স্বাস্থ্যে তো শুধু সমস্যা আর সমস্যা। ৫৪ বছরের জঞ্জাল এক থেকে দেড় বছরে পরিষ্কার করা সম্ভব নয়।’

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এর ডরমেটরি উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি বিএমআরসি ভবনের সামনে বৃক্ষরোপণ করেন ও ডরমেটরিগুলো ঘুরে দেখেন।

নূরজাহান বেগম আরো বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতি (পলিটিক্যাল কমিটমেন্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘কোনো কাজ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কভিড মহামারি শুরু হলে পাশের দেশ ভারত নিজেদের সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছিল। অথচ আমরা টাকা দিয়েও শুরুতে ভ্যাকসিন পাইনি।

আমাদের কোথায় গলদ ছিল, তা চিহ্নিত করতে হবে।’

স্বাস্থ্য খাতের গবেষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘গবেষণা শুরুর আগে দেখতে হবে, এটি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে। গবেষণার উদ্দেশ্য কী, সেটা নির্ধারণ জরুরি। যেহেতু স্বাস্থ্য একটি বিশাল ক্ষেত্র, তাই প্রাধান্য ঠিক করতে পারলে আমরা অগ্রগতি দেখতে পাব।

তিনি আরো বলেন, ‘গবেষণা যেন মানুষ, প্রাণী ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রশিক্ষণেরও লক্ষ্য ও উদ্দেশ্য থাকা জরুরি। নারী ও স্বাস্থ্যকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, ‘বিএমআরসির দখল হওয়া জায়গা উদ্ধারে নানা তৎপরতা চালানো হচ্ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে কাজ এগিয়ে যাবে।

পাশাপাশি গবেষণার বরাদ্দ বাড়ানোও জরুরি।’

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘আমরা যে চিকিৎসা দিচ্ছি, তা পশ্চিমা বিশ্বের গবেষণা ও তথ্যের ওপর ভিত্তি করে। তাদের সুপারিশ আমরা ব্যবহার করি। আমাদের জানা নেই ওই চিকিৎসা আমাদের জনগোষ্ঠীর জন্য কতটা প্রযোজ্য।

গবেষণা নেই বললেই চলে। বাংলাদেশের মানুষের গড় ওজন ৫৫ কেজি, আর আমেরিকার মানুষের ৮০ কেজি। সেখানে করা গবেষণার ফল আমাদের দেশে কতটা প্রযোজ্য, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আমাদের নিজস্ব গবেষণার প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ হলেও গবেষণায় অনেক ছোট দেশের চেয়েও পিছিয়ে। তবে আমরা বিশ্বাস করি, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারব।’

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয় Nov 10, 2025
img
সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব Nov 10, 2025
img
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ Nov 10, 2025
img
প্রথম নারী জেলা প্রশাসক পেল ব্রাহ্মণবাড়িয়া Nov 10, 2025
img
পাট অধিদপ্তরের ডিজিকে বদলি Nov 10, 2025
ডার্ক ওয়েবে ডেটা বিক্রির যুগ শেষ, বললেন আইসিটি উপদেষ্টা Nov 10, 2025
'সরকার নিজেদের দায়িত্ব ভুলে বসেছে' Nov 10, 2025
জনগণ সংস্কার বোঝে এবং জবাবদিহিতা চায়, দাবি তাসনিম জারার Nov 10, 2025
তারেক রহমানের উদ্দেশ্যে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 10, 2025
ফেনীতে রেললাইনে নাশকতার চেষ্টা,গেটম্যানের তৎপরতায় বাঁচলো শত প্রাণ। Nov 10, 2025
বিশাল বাজেট-তারকাবহুল কাস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে তুমুল আলোচনা Nov 10, 2025
img
২৭ ভরি সোনা চুরির পর নিজেই ধরা দিলেন চোর! Nov 10, 2025
img
এলডিসি উত্তরণের পর বছরে তৈরি পোশাক রপ্তানি বিলিয়ন ডলার হ্রাসের শঙ্কা Nov 10, 2025
img
রাজামৌলির নতুন ছবির খলনায়কের লুক নিয়ে নেটদুনিয়ায় হাসির বন্যা Nov 10, 2025
img
ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হব : ওসমান হাদি Nov 10, 2025
img
বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই অসুস্থ মাহি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন Nov 10, 2025
img
ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক : হাসনাত Nov 10, 2025
img
পল্টনের জনসভা সফল করার আহ্বান জানালেন গোলাম পরওয়ার Nov 10, 2025
img
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চাই : হাসনাত আব্দুল্লাহ Nov 10, 2025