রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় চলছে কমপ্লিট শাটডাউন। এমন সংকটময় পরিস্থিতিতে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শেখ নুর উদ্দিন আবীর বলেন, পোষ্য কোটা ইস্যু এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একেবারেই নেই। অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে সম্ভব নয়। উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে পূজার পর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।
৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুটি শক্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার রাকসুকে ঘিরে নতুন ভোরের প্রত্যাশায় মাঠে নেমেছে ছাত্রদল। কৌশলী প্যানেলের পাশাপাশি ভিন্ন ধাঁচের প্রচারণাতেও সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রাকসুর ২৩টি পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। এতে ছাত্রদলের ‘নির্যাতিত’ ও ‘ক্লিন ইমেজের’ নেতা-কর্মীদের সামনে রাখা হয়েছে।
সংগঠনের নেতা-কর্মীদের বাইরেও জাতীয় দলের ফুটবলার, রাজশাহী ফুটবল দলের গোলকিপার, প্রথম বর্ষের শির্ক্ষার্থী, ব্যান্ডের প্রতিষ্ঠাতা, ডিনস পুরস্কারজয়ী শিক্ষার্থীরা প্যানেলে জায়গা পেয়েছেন। শীর্ষ তিন পদের একটিতেসহ চার নারী শিক্ষার্থীও আছেন প্যানেলে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর অত্যন্ত নম্র-ভদ্র ও সদা হাস্যেজ্জ্বল একজন শিক্ষার্থী। ক্যাম্পাসে তার ইতিবাচক কর্মকাণ্ড এবং নেতৃত্বগুণ তাকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই গ্রহণযোগ্য করেছে। তিনি শিক্ষার্থীদের অধিকার ও সমতা প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।