কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে গণ-অভ্যুত্থানে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারেক রহমান। যারা তাকে ছোট করতে চায় জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’
গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) গণসংযোগে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে সুনামগঞ্জ-১ আসনে গত তিন দিন ধরে প্রচারণা চালাচ্ছেন তিনি। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এসে প্রচারণায় যুক্ত হয়েছেন। মাহবুবুর রহমান সুনামগঞ্জ-১ আসনের গুরুত্বপূর্ণ উপজেলা জামালগঞ্জের বাসিন্দা।
মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আগামী নির্বাচনকে সহজ করে নেওয়ার সুযোগ নেই। আগামী নির্বাচন জাতীয়তাবাদী শক্তির জন্য বড় চ্যালেঞ্জ। তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। নেতার সেই নির্দেশনায় তৃণমূলে যেকোনো কাজ করতে আমাদের সব প্রস্তুতি থাকতে হবে।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। কেন্দ্র থেকে তৃণমূল আমাকে দলীয় দায়িত্ব পালনের জন্য যে নির্দেশনা দেওয়া হবে তার জন্য আমি সব সময়ই প্রস্তুত।
সুনামগঞ্জ-১ আসনকে জাতীয়তাবাদী শক্তির দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।’ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন বলেন, ‘কেন্দ্র আমাদের সবাইকেই মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার আলোকেই আমরা তৃণমূলে কাজ করছি।’
নেতাকর্মীরা জানান, মাহবুব গত তিন দিন ধরে জামালগঞ্জের প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিলি করছেন ৩১ দফার লিফলেট।
আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ, সেই বিষয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন তিনি।
তৃণমূলে গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন বহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখুঞ্জি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, মঈনুল হোসেন শিশির, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী মর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক রহিম বাদশা, সাইদিল মুরছালিন, উত্তর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান প্রমুখ।
এবি/এসএন