ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় শহরে রুশ হামলায় তিনজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। আজ সোমবার কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।
গভর্নর ইভান ফেদোরভ লিখেছেন, ‘সোমবার সকালটা শুরু হয়েছে জাপোরিঝিয়ায় বিস্ফোরণ এবং আগুন দিয়ে।’ তিনি জানান, রুশ বাহিনী শহরের ওপর ১০টিরও বেশি বোমা ফেলেছে।
সেখানে প্রায় ৭ লাখ বাসিন্দা বসবাস করেন। এই আক্রমণে ১৫টি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ১০টি ব্যক্তিগত বাড়ি এবং আরো কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ১৩২টি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া ৭টি স্থানে ৯টি ড্রোন হামলার কথা জানিয়েছে।
গভর্নর অলেহ হ্রিহোরভ জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ড্রোন আক্রমণে দুইজন আহত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরিক অবকাঠামো এবং ব্যক্তিগত বাড়ি। কিয়েভ অঞ্চলে আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছে এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে।
সূত্র : রয়টার্স
এমআর/এসএন