লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

বাংলাদেশ লেবার পার্টির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, আলোচনা সভা, মতবিনিময় সভা, প্রতিনিধি সম্মেলন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট ফারুক রহমান।

‘রুখো আগ্রাসন-হটাও দুঃশাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০টায় ৮৫/১ নয়াপল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৭৪ সালে মরহুম মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি। মাওলানা মতীনের মৃত্যুর পর বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে আসেন সাবেক ছাত্রনেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: