স্ত্রীকে হত্যার অভিযোগে ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ইমরান ফকিরের (৩৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত ইমরান ফকির জেলার মধুখালী উপজেলার মধুখালী পৌরসভার উলুখালী মহল্লার বাসিন্দা। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী দিলরুবা একই উপজেলার মথুরাপুর দেউল এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের মেয়ে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের মে মাসে ইমরান ও দিলরুবার বিয়ে হয় পারিবারিক সম্মতিতে। বিয়ের সময় ইমরানের কোনো জীবিকার উৎস ছিল না। ইমরান তখন লেখাপড়া করতো। বিয়ের পর মেয়েকে সাধ্যমত গহনা এবং ইমরানকে একটি স্বর্ণের চেইন, একটি আংটিসহ বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয় শশুরবাড়ি থেকে। কিন্তু বিয়ের পরেই ইমরান ও তার ভগ্নিপতি আলমগীর হোসেনসহ পরিবারের লোকজন ইমরানের লেখাপড়া বাবদ এক লাখ টাকা যৌতুকের জন্য দিলরুবা ও তার বাবাকে চাপ দেন। এ টাকা না দিতে পারায় তারা বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে দিলরুবাকে নির্যাতন করত।

এজাহারে আরও উল্লেখ করা হয়, যৌতুকের টাকা দিতে না পারায় দিলরুবাকে তাড়িয়ে ইমরান অন্য জায়গায় বিয়ের প্রস্তুতিও নেন। পরে ওই বছরের ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ঘরের মধ্যে মারপিট ও শ্বাসরোধ করে দিলরুবাকে হত্যা করা হয়।

এ ঘটনায় পরদিন ৬ আগস্ট দিলরুবার বাবা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে নিজের মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা ইমরান ফকির,অন্য দুই বড় ভাই সাইফুল ফকির ও রবিউল ফকির ও ইমরানের ভগ্নিপতি আলমগীর হোসেনকে আসামি করে মধুখালী থানায় একটা হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ১ অক্টোবর ইমরান ফকিরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া জানান, আদালতে প্রমাণিত হয়েছে যে ইমরান ফকির তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে মামলার অন্য তিন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। একটু দেরিতে হলেও আমরা ন্যায়বিচার পেয়েছি। অপরাধ করলে বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে এই রায় সেটিই প্রমাণ করে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসুন, বিএনপি-জামায়াতকে নাসীরুদ্দীন Sep 22, 2025
img

তাহসানকে রাজীব

তার মানে আপনি অবৈধ পেশায় নিয়োজিত ছিলেন Sep 22, 2025
img
ফখরের আউট নিয়ে আইসিসিকে অভিযোগ জানাল পাকিস্তান Sep 22, 2025
img
আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত : ফরেনসিক বিশেষজ্ঞ Sep 22, 2025
img
কলকাতায় জমকালো আয়োজনে 'রঘু ডাকাত' ট্রেলার লঞ্চ Sep 22, 2025
শিমুল শর্মার অনুপস্থিতি ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয়তা কি অক্ষুণ্ণ থাকবে? Sep 22, 2025
জাকসুর কার্যনির্বাহী সভা শেষে যা বললেন নবনির্বাচিত জিএস Sep 22, 2025
সংসদ নির্বাচনে এনসিপির হাতে ১৫০ আসন থাকবে : নাসীরুদ্দীন পাটওয়ারী Sep 22, 2025
img
হার্ণাজ সান্ধুর সঙ্গে সমালোচনার মুখোমুখি হয়েছেন মানুষী চিল্লার Sep 22, 2025
img
‘হাইওয়ান’ মুক্তির আগেই আলোচনায় মোহনলালের ক্যামিও Sep 22, 2025
img
এনসিপি থেকে পদত্যাগ করলেন মাশকুর রাতুল Sep 22, 2025
img
২০০ কোটি টাকা প্রতারণা মামলায় জ্যাকলিনের জামিন স্থগিত Sep 22, 2025
img
দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর Sep 22, 2025
img
কঠোর ফিটনেস রুটিনে তামান্না ভাটিয়া Sep 22, 2025
img
পেছালো রাকসু নির্বাচনের তারিখ Sep 22, 2025
img
পেনশনের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের পরামর্শ অর্থ উপদেষ্টার Sep 22, 2025
img
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সুযোগ হলো না পান্তের Sep 22, 2025
img
'কালকি' সিনামা থেকে দীপিকার সরে আসার পর ডায়ানার প্রশংসা Sep 22, 2025
‘প্রাসঙ্গিক প্রশ্ন, সুন্দর আলোচনা’ সুফিয়া কামাল সেমিনারে মুগ্ধ মিথিলা Sep 22, 2025
আগের কালচার ফেরাতে চাইনি বলে ভোটের পরের দিন মাঠে নামিনি: আবিদ Sep 22, 2025